Thursday, August 28, 2025

৩ মাস কেটে গেলেও অশান্তি থামার কোনও লক্ষণ নেই মণিপুরে (Manipur)। শুক্রবার থেকে ফের নতুন করে অশান্তির আঁচ ছড়িয়ে পড়ল উত্তর পূর্বের এই রাজ্যে। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার (Bishnupur) মেইতেই অধ্যুষিত কাওয়াকটা এলাকায় কুকি জঙ্গিদের হামলায় নিহত কমপক্ষে ৩। পাল্টা হামলায় একই এলাকায় কুকিদের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। তবে সময় যত গড়াচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্যে যেন অশান্তি বেড়েই চলেছে।

দিন দুয়েক আগেও দুষ্কৃতীদের সঙ্গে মেইতেই গোষ্ঠীর বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর। অভিযোগ, থানা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে অস্ত্র লুঠ করা হয়েছিল। সেইদিনই সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়। গত ৩ মে ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর (All tribal Students Union of Manipur) কর্মসূচিকে কেন্দ্র করে মণিপুরে অশান্তির সূচনা হয়েছিল। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল।

এরপরই কুকি-মেইতেই তার বিরোধিতায় পথে নামে। আর তারপর থেকেই সংঘাতের সূচনা হয়। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২১০ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৬০ হাজার মানুষ ঘরছাড়া। পুলিশ সূত্রে খবর, দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ রুখতে যে বাফার জোন তৈরি করা হয়েছে, শুক্রবার রাতে সেই সীমানা টপকিয়েই কয়েকজন ঢুকে পড়ে এবং গুলি চালায়। এরপরই দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ভাঙচুরের পাশাপাশি একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version