Sunday, August 24, 2025

‘সরস মার্ক টোয়েন’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

‘ স্বর্গে হাসি নেই ‘ ।
‘ হাসির আক্রমণের সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না ‘ ।
‘ উৎফুল্ল বোধ করার সেরা উপায় হচ্ছে অন্য কাউকে উৎফুল্ল করে তোলার চেষ্টা করা ‘ ।
‘ সর্বদা সৎভাবে নিজের ভুল স্বীকার করুন । এরকম স্বীকারোক্তিতে কর্তৃপক্ষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়বেন , আর আপনিও আরও ভুল করার সুযোগ পেয়ে যাবেন ‘ ।
‘ ছোটখাটো দোষ ত্রুটি নেই এমন লোকের উপর আমার বিন্দুমাত্র আস্থা নেই ‘ ।
‘ দুজন মানুষ নিজেদের মধ্যে খুব কথা বলছে , কিন্তু আপনার উপস্থিতিকে পাত্তা দিচ্ছে না , এর চেয়ে বিরক্তিকর কিছু হতে পারে না ‘ ।
‘ আজ থেকে কুড়ি বছর পরে আপনি এই ভেবে হতাশ হবেন যে , আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেন নি । তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন । আবিষ্কারের জন্য যাত্রা করুন , স্বপ্ন দেখুন, আর শেষমেষ আবিষ্কার করুন ‘ ।
‘ পোশাকই মানুষের পরিচয় । সমাজে উলঙ্গদের কোনো প্রতিপত্তি নেই ‘ ।
‘ সত্যবাদিতা স্মৃতিশক্তির উপর চাপ কমায় ‘ ।
‘ সবচেয়ে খারাপ একাকীত্ব হলো নিজেকেও ভালো না লাগা ‘ ।
‘ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ‘ ।
‘ জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত , যেন মৃত্যুর পরে সবাই কাঁদে ‘ ।
‘ দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে , কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে ‘ ।
‘ স্বাস্থ্য বিষয়ক বই পড়ার সময় সাবধান থাকবেন । ছাপার ভুলের কারণে আপনার মৃত্যু হতে পারে ‘ ।
‘ সব উক্তিই মিথ্যা — এটাও ‘ ।

উপরিউক্ত বিখ্যাত উক্তিগুলির স্রষ্টা কিংবদন্তি মার্ক টোয়েন । মার্ক টোয়েনের আসল নাম স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স , যাঁর জন্ম ১৮৩৫ সালে এবং মৃত্যু ১৯১০ সালে । ‘ মার্ক টোয়েন ‘ ছদ্মনামটির অর্থ হলো দুই ফ্যাদম ( fathom ) অর্থাৎ বারো ফুট গভীর জল । এটি মূলত আমেরিকার মিসিসিপি এলাকার স্টিমবোট চালকদের একটি পরিভাষা । মার্ক টোয়েন একজন বিখ্যাত মার্কিন ঔপন্যাসিক , রম্য লেখক ও অসামান্য বাগ্মী ।
তাঁর সারা জীবনের বিপুল অভিজ্ঞতালব্ধ কিছু অসাধারণ উক্তি ও বুদ্ধিদীপ্ত রসিকতার জন্য উনি অবিস্মরণীয়।
আবার ফেরা যাক সরস মার্ক টোয়েনে ।

‘ মাফ করবেন , আমি স্বর্গ ও নরক নিয়ে কোনো মন্তব্য করবো না । কারণ , ওই দুই জায়গায় আমার অনেক আত্মীয়-স্বজন বেড়াতে গেছেন ‘ ।
‘ যে পড়তে জানে না তার চেয়ে একটুও বেশি সুবিধা পায় না যে পড়ে না ‘ ।
‘ অজ্ঞতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনে সাফল্য সুনিশ্চিত ‘ ।
‘ বয়স নিয়ে তুমি যদি না ভাবো তাহলে এটা কোনো বিচার্য বিষয়ই নয় ‘ ।
‘ স্পষ্টভাবে এমন কিছু নেই যা আজ ঘটতে পারে না ‘ ।
‘ জলবায়ু হলো যা আমরা আশা করি , আর আবহাওয়া হলো যা আমরা পাই ‘ ।
‘ স্কুলে যাওয়াকে তোমার শিক্ষার অন্তরায় হতে দিও না ‘ ।
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি … গেয়েছেন ভূপেন হাজারিকা ।

নিজের সমাগত মৃত্যুর ইঙ্গিত সম্ভবত পেয়েছিলেন মার্ক টোয়েন । দার্শনিকপ্রতিম এই মহৎপ্রাণ কিন্তু নিজের সম্ভাব্য মৃত্যু নিয়েও রসিকতা করতে ছাড়েন নি । ১৮৩৫ সালে ৩০ নভেম্বর তাঁর জন্মের সময় হ্যালির ধূমকেতু আকাশে দৃশ্যমান ছিল । ১৯১০ সালে ২১ এপ্রিল আবার ধূমকেতু দেখা গেল রাতের আকাশে যেদিন মার্ক টোয়েন পৃথিবী ছেড়ে চলে গেলেন । কী আশ্চর্য সমাপতন ! মার্ক টোয়েন তাঁর মৃত্যুর একবছর আগে বলেছিলেন , আমি ১৮৩৫ সালে হ্যালির ধূমকেতুতে এসেছিলাম ।‌আগামী বছর ( ১৯১০ ) আবার ধূমকেতু আসছে এবং আমি তার সাথে যেতে চাই । যদি তার সাথে না যেতে পারি তাহলে সেটা আমার জীবনের সবচেয়ে বড় হতাশা হবে । সর্বশক্তিমান বলেছেন কোনো সন্দেহ নেই ; এখন এখানে দুটি অজেয় আক্রমণ , তারা একসাথে এসেছেন , একসাথেই তাদের যেতে হবে । ১৯১০ সালে ধূমকেতুটি আকাশে দৃশ্যমান হওয়ার একদিন পরেই হৃদরোগে আক্রান্ত হন তিনি । বিদায় নেন সংসার থেকে ।

সরস মার্ক টোয়েনের আরও কিছু অমৃতকথা দিয়ে ইতি টানা যাক এ নিবন্ধে ।

‘ আবহাওয়ার জন্য স্বর্গে যাও , আর নরকে যাও সঙ্গলাভের জন্য ‘ ।
‘ ধূমপান ত্যাগ করা কোনো ব্যাপারই নয় , আমি হাজার বার ধূমপান ছেড়েছি ‘ ।
‘ ভালো বন্ধু , ভালো বইপত্র এবং সুপ্ত বিবেক নিয়ে আদর্শ জীবন ‘ ।
‘ তুমি যদি সত্যি কথা বলো , তাহলে তোমাকে কিছু মনে রাখতে হবে না ‘ ।
‘ দয়া হলো এমন এক ভাষা যা বধির শুনতে পায় এবং অন্ধ দেখতে পায় ‘ ।
‘ দেশপ্রেমিক তিনিই , যিনি বিশাল চিৎকার করতে পারেন কেন চিৎকার করছেন তার কারণ না জেনেও ‘ ।
‘ তোমাকে কতটা জোয়ান দেখাচ্ছে তা নিয়ে বন্ধুরা যখন প্রশংসা করে , তার অর্থ নিশ্চিত তুমি বৃদ্ধ হচ্ছো ‘।

আরও পড়ুন- স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের পুরস্কার পেল আমতার বি বি ধর গ্রামীণ হাসপাতাল

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...