Saturday, August 23, 2025

সাংসদ পদ ফেরত রাহুলের: উৎসবের মেজাজে কংগ্রেস, INDIA’কে মিষ্টিমুখ অধীরের

Date:

মোদি পদবি মামলায় সুপ্রিম নির্দেশে স্বস্তি পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তারপরই ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। সোমবারই লোকসভা(Loksabha) সেক্রেটারিয়েটের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ওয়ানড়ের (Wayanad) সাংসদের পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ইন্ডিয়া জোটের নেতৃত্বদের করানো হল মিষ্টিমুখ। ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর বাসভবনের সামনে চলল নাচগান।

গত শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হয় রাহুল গান্ধীর কারাদণ্ডের সাজার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। এরপরই রাহুল সাংসদ পদ ফেরাতে তৎপর হয়ে ওঠেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সোমবার সকালেই লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরি জানিয়েছিলেন, “স্পিকারের কাছে সুপ্রিম কোর্টের অর্ডার কপি-সহ সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। সেগুলি খতিয়ে দেখে দ্রুত রাহুলের সাংসদ পদ ফেরাতে হবে। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ কর্মসূচি নেবে দল।” শোনা গিয়েছিল, সোমবারের মধ্যে যদি রাহুলের সাংসদ পদ না ফেরে তাহলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। যদিও তার প্রয়োজন পড়েনি। সুপ্রিম নির্দেশকে উল্লেখ করে লোকসভার সচিবালয়ের তরফে জানানো হয়, আপাতত রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানো হচ্ছে। আগামী দিনে আদালতের রায় আসা পর্যন্ত সাংসদ পদে বহাল থাকবেন কংগ্রেস নেতা। এই খবর প্রকাশ্যে আসার পরই আনন্দে মেতে ওঠেন কংগ্রেস নেতা কর্মীরা। রাহুলের বাসভবনের সামনে নানা পোশাকে সেজে চলে নাচগান। অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠক চলাকালীনই খবর পেয়ে মিষ্টি বিলি করেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গেরা।

প্রসঙ্গত, বাদল অধিবেশন শেষ হতে আরও বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই মঙ্গলবার থেকে অনাস্থা প্রস্তাবের আলোচনা হবে সংসদে। মনিপুর ইস্যুতে আনা এই অনাস্থা প্রস্তাবের আলোচনায় সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version