দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও হার ভারতের, ক‍্যারিবিয়ানদের কাছে ২ উইকেটে হারল হার্দিকরা

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় টি-২০ ম‍্যাচেও হার ভারতের। এদিন ওয়েস্ট ইন্ডিজের কাছে ২ উইকেটে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল ক‍্যারিবিয়ানরা। ব‍্যর্থ গেল তিলক ভর্মার অর্ধশরান।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান করে টিম ইন্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে ব‍্যর্থ দুই ওপেনার ইশান কিষাণ এবং শুভমন গিল। ২৭ রান করেন ইশান কিষাণ। ৭ রান করেন শুভমন। ১ রান সূর্যকুমার যাদব। ৫১ রান করেন তিলক ভর্মা। ২৪ রান করেন হার্দিক পান্ডিয়া। ক‍্যারিবিয়ানদের হয়ে দুটি করে উইকেট নেন অ‍্যাকেল হোসেইন, আলজারি জোসেপ এবং শেপার্ড।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে তুলে নেয় ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত ইনিংস খেলেন পুরান। ৬৭ রান করেন তিনি। ২২ রান হিটম‍্যায়ার। পাওয়েল করেন ২১ রান। ভারতের হয়ে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ২ উইকেট নেপ যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং এবং মুকেশ কুমার।

আরও পড়ুন:ডুরান্ড কাপে প্রথম ম‍্যাচেই ধাক্কা খেল লাল-হলুদ, এগিয়ে থেকেও ড্র করল বাংলাদেশের আর্মির বিরুদ্ধে