Thursday, January 22, 2026

নন্দীগ্রামের স্কুলে অঙ্কের প্রশ্নপত্রে শুভেন্দু-নওশাদের নাম! “আঁতাত” নিয়ে তুঙ্গে বিতর্ক

Date:

Share post:

একটি স্কুলের দশম শ্রেণির গণিতের প্রশ্নপত্র নিয়ে রাজ্যজুড়ে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই প্রশ্নপত্র নিয়ে জোরচর্চা রাজনৈতিক মহলে। ওই প্রশ্নপত্রে একটি অঙ্কে শুভেন্দু ও নওশাদের যৌথ ব্যবসার প্রসঙ্গ উল্লেখ করে তাদের ক্ষতির পরিমাণ জানতে চাওয়া হয়েছে। প্রশ্নপত্রে শুভেন্দু বা নওশাদের পদবি উল্লেখ করা না হলেও পঞ্চায়েত ভোটের পর সংশ্লিষ্ট স্কুলের দশম শ্রেণির এই প্রশ্নপত্রে অনেকেই রাজনৈতিক অভিসন্ধির হিসাব কষছেন।

রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির গোপন আঁতাত নিয়ে অনেক আগে থেকেই সরব শাসক দল তৃণমূল। সেই আবহে দশম শ্রেণির অঙ্কের ওই ভাইরাল প্রশ্নপত্রের একটি প্রশ্ন তৃণমূলের দাবিকে যেন আরও মান্যতা দিয়ে দিল। শুধু তাই নয় স্কুলটি হল নন্দীগ্রাম-১ ব্লকে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে মহেশপুর হাই স্কুল নামে একটি স্কুলের প্রশ্নপত্র। ফলে বিতর্ক যেন আরও বেশি করে মাথাচাড়া দিয়েছে।

প্রশ্নপত্রে পাটি গণিতে লাভ-ক্ষতির একটি অঙ্কে উল্লেখ, শুভেন্দু ও নওশাদ যথাক্রমে ১৫০০ ও ১০০০ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় (৪৫টাকা/৩০টাকা/ ২৫টাকা/৪০টাকা)। অর্থাৎ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে পড়ুয়াকে।

অঙ্কের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তৈরি হতেই সংশ্লিষ্ট ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস দাস বলেন, “এই প্রশ্নপত্র আমার স্কুলের। অনিচ্ছাকৃত ত্রুটি। তবে ওই প্রশ্নে এখনও পরীক্ষা হয়নি। প্রশ্নপত্র পরিবর্তন করা হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট দু’জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।” ওই স্কুলের গণিতের শিক্ষক রাজীববাবুর সাফাই, “আমি যে প্রশ্নপত্র তৈরি করে জমা দিয়েছি স্কুলে তার সঙ্গে ভাইরাল হওয়া প্রশ্নপত্রের কোনও মিল নেই।”

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘বিষয়টি আমি দেখেছি। কবেকার প্রশ্নপত্র, সেটা তো বলতে পারব না। যদি জেনে বুঝে আমাদের নাম দিয়ে করে, তা হলে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে এ নিয়ে আমাদের মাথাব্যথা নেই।”


এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রাজনীতির ময়দানটা পুরোপুরি আলাদা। স্কুলের প্রশ্নপত্রের সঙ্গে রাজনীতির কোনও মিল থাকুক, তা কাম্য নয়। যে বা যারাই করুক এটা উচিত কাজ হয়নি।”

আরও পড়ুন:৬ বছরে রাজ্যের খরচ ৯ কোটি! স্বাস্থ্যসাথীতে নয়া মাইল স্টোন মমতা সরকারের

 

 

spot_img

Related articles

সরকারের চাপে বিশ্বকাপ বয়কট! চরম ক্ষতির মুখে বাংলাদেশ

কূটনীতির আবেগে গা ভাসিয়ে এবং ভারত বিরোধিতার সুর চড়িয়ে টি২০ বিশ্বকাপ( T20 World Cup )বয়কট করেছে বাংলাদেশ(Bangladesh)। আসন্ন...

SIR শুনানির আতঙ্কে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, শোকের ছায়া পাঁচলায়

পাঁচলা থানার শাঁকখালি গ্রামে বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পাওয়ার পর...

ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

বাড়ছে মৃত্যুমিছিল। শুনানির নোটিশ (SIR death) পেয়ে ফের একইদিনে এল চার মৃত্যুর খবর। এঁদের দু’জন আতঙ্কে আত্মহত্যা করেছেন।...

চিংড়িহাটা মোড়ে অবশেষে কাটল মেট্রোর জট, যান চলাচল নিয়ন্ত্রণে নয়া রুট ম্যাপ পুলিশের

নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের পথে দীর্ঘদিনের কাঁটা অবশেষে দূর হতে চলেছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটা সংলগ্ন অংশে থমকে...