Sunday, May 4, 2025

পূর্বাভাসমত সপ্তাহের শুরুতেই সকাল থেকেই মুখভার আকাশের।দেখা মেলেনি সূর্যের। কখনও ঝিরঝিরে কখনও আবার মুষলধারে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দফায় দফায় ভিজেছে শহর কলকাতাও।হাওয়া অফিসের তরফে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুনঃ ‘চন্দ্রদর্শন’, চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ অনেকটাই কমবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও রোদের দেখা মেলেনি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫ দশমিক ৩ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় আগামী ২ দিন চলবে ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে চলবে ভারী বৃষ্টির দাপট। তবে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version