Saturday, August 23, 2025

দীর্ঘদিন ধরে চোটের কারণে মাঠের বাইরে শ্রেয়স আইয়র। এই মুহূর্তে এনসিএ-তে রিহ‍্যাবে রয়েছেন তিনি। শ্রেয়স আইয়রের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। কবে ফিরবেন তিনি? এই নিয়ে প্রশ্ন জাগছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। তবে এরই মধ‍্যে শ্রেয়সের ব‍্যাপারে আশার কথা শুনালেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সামনেই বিশ্বকাপ। রোহিত আশাবাদি, বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ায় ফিরতে পারেন ভারতের মিডল অর্ডার ব্যাটার।

২১ জুলাইয়ের পর বিসিসিআই-এর পক্ষ থেকে শ্রেয়াসের ফিটনেস নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে দলের সতীর্থকে নিয়ে বড় বয়ান দিলেন অধিনায়ক রোহিত শর্মা। আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিলে‌ সেখানে শ্রেয়সকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় রোহিতকে। সেখানে রোহিত বলেন, “শ্রেয়স আইয়র ফিটনেসের উন্নতি করছে। সম্পূর্ণ সুস্থ হওয়ার পথে, তাই বিশ্বকাপের আগেই ওকে নিয়ে ভালো খবর পাওয়া যেতেই পারে।” শুধু শ্রেয়স নয়, ফিট হয়ে উঠছেন কেএল রাহুলও। আগস্টের শেষ দিকে ওরা ম্যাচ খেলার মতো ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে তাঁদের ভারতীয় দলে দেখা যেতে পারে।”

এশিয়া কাপ শেষ হওয়ার পরেই শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। তার আগেই দুই তারকা ক্রিকেটার ফিরতে পারেন ভারতীয় দলের জার্সিতে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। তার আগেই হয়ত এই দুই ক্রিকেটার টিম ইন্ডিয়ায় যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। আমেরিকায় ক্রিকেট অ্যাকাডেমি চালু করতে চলেছেন রোহিত। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন হিটম্যান।

আরও পড়ুন:ম‍্যাচ হেরে ব‍্যাটিং ব‍্যর্থতাকেই কাঠগড়ায় তুললেন হার্দিক

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version