সাংসদ পদের পর এবার তুঘলক লেনের সেই সরকারি বাংলো ফিরে পাচ্ছেন রাহুল

সাংসদ পদ ফেরত পাওয়ার পর এবার নিজের পুরানো বাংলো ফেরত পাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। মঙ্গলবার লোকসভা সচিবালয়ের তরফে রাহুলের ১২ তুঘলক লেনের পুরনো বাংলো ফেরানোর নির্দেশিকা জারি করা হয়েছে। মোদি পদবি মামলায় সুরাট আদালতের(Surat Court) তরফে রাহুলের সাজা ঘোষণার পর রাহুলকে বাংলো ছাড়ার নির্দেশ দিয়েছিল লোকসভা সচিবালয়। সেইমতো ২২ এপ্রিল বাংলো ছাড়েন তিনি। অবশেষে সাংসদ পদ ও বাংলো ফেরতের পর খুশি কংগ্রেস(Congress) সহ হাত শিবির।

গত সুক্রবার সুপ্রিমকোর্টের তরফে রাহুলের সাজায় স্থগিতাদেশের পর সোমবার ফিরিয়ে দেওয়া হয় রাহুলের সাংসদ পদ। এরপরই শোনা যাচ্ছিল নিজের পুরানো বাংলো ফেরত পেতে চলেছেন রাহুল। এপ্রসঙ্গে সোমবার রাহুল জানান, “মায়ের সঙ্গে তাঁর বাংলোয় থাকতে আমার অসুবিধা হচ্ছে না। এটাও চাইলে ছিনিয়ে নিতে পারে মোদি সরকার। আমি জানি, ভারতের মানুষ আমাকে মাথা গোঁজার ঠাঁই দেবেন।” উল্লেখ্য, বর্তমানে মা সনিয়ার জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোই রাহুলের ঠিকানা। মাঝে অবশ্য দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ, তাঁর নিজের একটি বাড়ি রাহুলকে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি ‘জেড প্লাস’ নিরাপত্তা পাওয়া রাহুলের উপযুক্ত নয় বলে জানিয়েছিলেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারিকেরা। এবার প্রায় সাড়ে ৩ মাস পর রাহুল নিজের বাংলো ফেরত পাওয়ায় সমস্যা মিটল বলেই মনে করা হচ্ছে।

এদিকে নিজের সাংসদ পদ ফেরত পাওয়ার পর এবার সংসদে মোদি সরকারের বিরুদ্ধে কোমর বেধে নামতে চলেছে ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার বিরোধী শিবিরের শেষ বক্তা হিসাবে দেখা যাবে রাহুলকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাবি বক্তৃতার ঠিক আগেই অনাস্থা বিতর্কে অংশ নিতে পারেন ওয়েনাড়ের সাংসদ। তবে দলেরই একটি সূত্র জানাচ্ছে, তবে অনাস্থা বিতর্কের বক্তাদের তালিকায় নাম থাকায়, সংসদীয় বিধি মেনে মঙ্গলবার বা বুধবারেও বক্তৃতা করতে পারেন রাহুল। পাশাপাশি পদ ফেরত পাওয়ার পর শীঘ্রই নিজের সংসদীয় ক্ষেত্র ওয়েনাড়ের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

Previous articleভারতে তৈরি কফ সিরাপ নিয়ে সত.র্কতা জারি ইরাকে!
Next articleফের বিজেপি নেতার ‘অ.সভ্যতা’ ! যুবককে লা.থি, থু.থু চাটতে বাধ্য করা, তীব্র নিন্দা তৃণমূলের