Monday, August 25, 2025

ছাদের পাশেই হাই টেনশন তার। আর তার পাশেই বাড়ি। কিন্তু ছাদে উঠে আগাছা পরিষ্কার করতে গিয়ে যে তারে হাত লাগতে পারে, তা কল্পনাতীত ছিল। কিন্তু বিকেলে ছাদে উঠে সেই অঘটনই ঘটল।তারে আটকে ছটফট করতে থাকেন এক তরুণ।হাই ভোল্টেজ তার থেকে তরুণকে নামাতে কেউ সাহসও পায়নি। মঙ্গলবার বিকেলে আনন্দপুরের ই এম বাইপাস লাগোয়া মার্টিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা তরুণকে কোনওরকমে নামিয়ে আনেন। দগ্ধ অবস্থায় তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়।


আরও পড়ুনঃ একাধিক রেকর্ড গড়ার দিনে সূর্যকুমারের বি*স্ফোরক মন্তব্য নিয়ে জল্পনা তুঙ্গে

পুলিশ জানিয়েছে, আহত তরুণের নাম নাজিবুল শেখ। ক্যানিংয়ের কাছে জীবনতলার বনমালীপুরের বাসিন্দা নাজিবুল পেশায় শ্রমিক। জলের পাইপ সারানোর কাজ করেন তিনি।মঙ্গলবার বিকেলে একটি বাড়িতে কাজ করতে গিয়েছিলেন নাজিবুল। ছাদে উঠে আগাছা পরিষ্কারের সময়েই হাই ভোল্টেজ তারে হাত লেগে যায় তাঁর। তারপর তারের সঙ্গে আটকেই ঝুলতে থাকেন তিনি। আশপাশের বাড়ির লোকজন তরুণের আর্তনাদ শুনে ছুটে আসেন। বীভৎস দৃশ্য দেখে সকলেই আঁতকে ওঠেন। সেসময় তারের সঙ্গে আটকে ছটফট করছেন এক তরুণ। হাই ভোল্টেজ বিদ্যুৎবাহী তার থেকে তরুণকে উদ্ধার করা অসম্ভব দেখে স্থানীয়রা খবর দেন বিদ্যুৎ দফতরে। খবর যায় পুলিশে। বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


কসবায় রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার সাব স্টেশনের হাই-টেনশন লাইনে ছোঁয়া লেগেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা বলছেন, হাই টেনশন তারগুলো বাড়ির গা ঘেঁষে গিয়েছে। খুবই বিপজ্জনকভাবে থাকে সেগুলো। এর আগেও একটি বাচ্চা বিদ্যুৎস্পৃষ্ট (হয়ে মারা গিয়েছিল। তবে বিদ্যুৎ দফতরের দাবি, হাই ভোল্টেজ তারগুলো যে উচ্চতায় থাকা দরকার, সেভাবেই ছিল। কিন্তু নিয়ম না মেনেই বাড়িগুলির উচ্চতা বাড়ানো হয়েছে। বহুতলগুলির বেআইনি নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পুরসভার বক্তব্য, কোনও বেআইনি নির্মাণ হয়নি এলাকায়। যে বাড়িগুলোর গা ঘেঁষে হাই টেনশন তার গেছে সেগুলো অনেক পুরনো। তবে গোটা পরিস্থিতিই খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version