Tuesday, November 11, 2025

ঘরের মাঠে রীতিমতো দাপট দেখিয়ে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। গ্রুপ শীর্ষে থেকেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে সেমিফাইনালে গেল ভারত।

প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চাপে ফেলে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। কিন্তু ভারত রিভিউ চায়। টিভি আম্পায়ার গোল বাতিল করেন। উল্টে ভারতের বিরুদ্ধে একটি পেনাল্টি কর্নার দেন। সেই শটও অসাধারণ দক্ষতায় বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।
প্রথম থেকেই মাঝ মাঠে ভারতের খেলোয়াড়দের নড়বড়ে লাগছিল । বেশ বোঝা যাচ্ছিল, মাঝমাঠে দখল নিতে গিয়ে ঘাম ঝরাতে হচ্ছে। ফলে কাঙ্খিত গোল কিছুতেই আসছিল না। শেষ পর্যন্ত পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংয়ের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। লং শটের বদলে ছোট ছোট পাসে পাকিস্তানের ডিফেন্স তছনছ করে দেয় ভারত। ২২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পায় ভারত। আবার গোল করেন হরমনপ্রীত। গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় ভারত।বহু চেষ্টা করেও ভারতের গতির সঙ্গে এঁটে উঠতে পারছিলো না পাকিস্তান। দুই প্রান্ত ধরে একের পর এক আক্রমণ করছিলেন মনপ্রীত সিং, কার্থি সেলভমেরা। অতিরিক্ত চাপে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। এ বার গোল করেন যুগরাজ সিং। ৩-০ এগিয়ে যায় ভারত।

খেলার ভাগ্য ততক্ষণে নির্ধারণ হয়ে গিয়েছে। চতুর্থ কোয়ার্টারে বেশ কয়েক জন পরিবর্ত খেলোয়াড় নামান ভারতীয় কোচ ক্রেগ ফুল্টন। তার পরেও আক্রমণ কমেনি। কার্থির একটি গোল বাতিল করেন রেফারি। অন্য দিকে খেলা যত গড়াচ্ছিল তত ক্লান্ত হয়ে পড়ছিল পাকিস্তান। তার মাঝেই আরও একটি গোল করে যায় ভারত। বক্সের মধ্যে ঢুকে ক্রস বাড়ান মনদীপ। সেই বলে স্টিক ছুঁইয়ে গোল করেন আকাশদীপ সিং। ৪-০ এগিয়ে যায় ভারত। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। বেশ বোঝা যাচ্ছিল ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে চাপে পড়ে গিয়েছে তারা। পাকিস্তানকে ৪ শূন্য গোলে উড়িয়ে শেষ চারে পৌঁছে যায় ভারত। অধিনায়ক হরমনপ্রীতই আজকের ম্যাচের নায়ক।

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version