নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা! সিমলায় ভয়া*বহ দুর্ঘটনায় মৃ*ত ২

হিমাচল প্রদেশের সিমলায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। ইতিমধ্যেই এই দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।


আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র! অনুমতি হাই কোর্টের

মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে সিমলার থিয়োগ ছাইলা রোডে। পুলিশ সূত্রে খবর, নারকান্ডা থেকে আপেলবোঝাই একটি ট্রাক রাজগড়-সোলান এলাকার একটি ফলপট্টিতে যাচ্ছিল ছাইলা বাজারের কাছে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং ভুল রাস্তায় ট্রাকটিকে ঢুকিয়ে দেন। সেটির গতি বেশি থাকায় রাস্তার বাঁক নিতেই এক দিকে হেলে পড়ে। সেই অবস্থাতেই চালক ট্রাকটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু তাতেও সফল হননি।ব্রেক কাজ না করায় সামনে থাকা একের পর এক গাড়িকে মারতে মারতে উলটে যায় ট্রাকটি। এই দুর্ঘটনায় চারটি গাড়িকে পিষে দিয়েছে ট্রাকটি।


পুলিশ জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় “এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। ৪-৫টি গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি।গাড়িগুলি একেবারে দুমড়েমুচড়ে যায়। কয়েক জন গাড়ির ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের নীচে চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। আরও এক জনও এই দুর্ঘটনায় মারা গিয়েছেন।”

Previous articleপুরোপুরি সংক্রমণমুক্ত হয়ে ১২ দিন পর বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য
Next articleফের বঞ্চনা! বাংলার ১ লক্ষ প্রবীণের বার্ধক্যভাতা বন্ধ করল মোদি সরকার