Thursday, May 8, 2025

নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে প্রধান বিচারপতিকে রাখবেন না মোদি, বিল আনছে কেন্দ্র

Date:

ভারতের নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্যানেল কারা থাকবেন, তার সমস্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র অর্থ প্রধানমন্ত্রী। আজ, বৃহস্পতিবার এই মর্মে একটি বিল আনতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স (অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশন অফ সার্ভিসেস অ্যান্ড টার্ম অফ অফিস) বিল, ২০২৩’ নামে এই বিলে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সরকারের মনোনীত কোনও মন্ত্রীকে নিয়ে গঠিত প্যানেল। আর প্রধানমন্ত্রী হবেন প্যানেলের চেয়ারম্যান। অর্থাৎ, সবকিছুই আগের মতো।

কিন্তু প্রশ্ন, কেন্দ্র কেন এই ব্যাপারে নতুন আইন করার সিদ্ধান্ত নিচ্ছে? ওয়াকিবহাল মহল মনে করছে, গত মার্চে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছিল, নির্বাচন কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের একচ্ছত্র অধিকার থাকতে পারে না। নির্বাচন কমিশনাররা হলেন ভোটের রেফারি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তাঁর রায়ে বলেছিলেন, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত প্যানেল নির্বাচন কমিশনার নিয়োগ করবে।

আদালতের রায় অনুযায়ী প্যানেল তৈরি হলে সরকারের মতামত চাপিয়ে দেওয়ার কোনও সুযোগ ছিল না। তাই আইন করে প্রধান বিচারপতিকে প্যানেল থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় একজন মন্ত্রীকে সদস্য করা হচ্ছে। ফলে আগের মতোই সরকার তথা প্রধানমন্ত্রীই নির্বাচন কমিশনার নিয়োগে শেষ কথা বলবেন। পার্থক্য শুধু লোকসভার বিরোধী দলনেতার মতামত দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু চলতি লোকসভায় আবার বিরোধী দলনেতা নেই। আর এই ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, মোদি সরকার বিচার বিভাগকে উপেক্ষা করার নতুন নজির গড়ল। ফলে মোদি নিজের পছন্দের লোককেই কমিশনে বসানোর সিদ্ধান্ত যে নিয়ে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version