Monday, August 25, 2025

বাজেয়াপ্ত নয় সম্পত্তি, রেহাই জরিমানাতেও; বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বাতিল ডিভিশন বেঞ্চে 

Date:

নিয়োগ মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই টাকা মানিককে দিতে হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের একাংশ খারিজ করে দেওয়া হয়েছে।এমনিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় যে জরিমানার নির্দেশ দিয়েছিলেন তা মানেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। জরিমানার অর্থ না মেটানো পর্যন্ত সম্পত্তি ফেরত দেওয়া হবে না বলেও জানানো হয়েছিল। এরপরই মানিক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তাঁকে স্বস্তি দিয়ে জানায়, এই জরিমানার অর্থ তাঁকে দিতে হবে না। তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০১৭ সালে টেট পরীক্ষায় বসেছিলেন সাহিলা পারভীন নামে এক পরীক্ষার্থী। তিনি পরীক্ষায় পাস না করলেও উত্তরপত্র বা ওএমআর শিটের কপি চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন। পর্ষদের নিয়ম অনুসারে ওএমআর শিটের কপি পেতে ৫০০ টাকা জমাও দেন তিনি। কিন্তু, পর্ষদ জানায়, নির্ধারিত নিয়ম বা আরটিআই বিধি মেনে আবেদন করা হয়নি। তাই তাঁকে ওএমআর শিটের কপি দেওয়া সম্ভব নয়। এরপরই আদালতে দ্বারস্থ হন পরভীন। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, তদানীন্তন সভাপতি এর দায় এড়িয়ে যেতে পারেন না। তাই মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

 

 

 

 

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version