Monday, May 5, 2025

রাহুলে ‘গরম’ স্মৃতিতে ‘নরম’: ‘হ.ত্যা’ শব্দে সংসদে ‘পক্ষপাত’ স্পিকারের!

Date:

Share post:

অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় নিজের বক্তব্যে ‘হত্যা’ শব্দ ব্যবহার করেছিলেন কংগ্রেস(Congress ) সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। তাঁর এই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিয়েছিলেন স্পিকার ওম বিড়লা(Om Birla)। তবে সেই একই শব্দ কেন্দ্রীয় মন্ত্রীর স্মৃতি ইরানি ব্যবহার করলেও ছাড় দেওয়া হলো তাঁকে। লোকসভার কার্যবিবরণীতে স্মৃতি ইরানের ব্যবহৃত ‘হত্যা’ শব্দ রেখে দেওয়ার ঘটনাকে পুরোপুরি পক্ষপাতিত্ব হিসেবে দেখছে কংগ্রেস। এই মর্মে বৃহস্পতিবার স্পিকারকে একসঙ্গে তিনটি চিঠি পাঠিয়েছে কংগ্রেসের লোকসভার সংসদীয় কমিটি।

কংগ্রেসের সংসদীয় কমিটির তিন চিঠির প্রথমটিতে রাহুলের বক্তৃতায় হত্যা শব্দ বাদ দেওয়া নিয়ে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে রাহুল এই শব্দ ব্যবহার করেছেন দেশের ‘গণতন্ত্র হত্যা’র প্রসঙ্গে। এখানে হত্যা শব্দটি মুছে দিলে বাক্যটি নিরর্থক হয়ে যাবে। তাই শব্দটি বিবেচনা করে দেখার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, ১১৫ (৩) ধারায় স্পিকার কোনও সাংসদের কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চাইতে পারেন। অর্থাৎ এ ক্ষেত্রে সেই ধারার প্রয়োগ করতে হলে স্পিকারের উচিত রাহুল ও স্মৃতি দু’জনের কাছে ব্যাখ্যা চাওয়া— ঘুরপথে সে কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয় সংসদ টিভির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে কংগ্রেসের সংসদীয় কমিটির দাবি, লোকসভায় অনাস্থা প্রস্তাব আলোচনার সম্প্রচারের ক্ষেত্রে পক্ষপাত করা হয়েছে। রাহুল গান্ধীর ৩৭ মিনিট বক্তৃতা দেখেছেন কিন্তু তার বক্তৃতায় তাঁকে দেখানো হয়েছে মাত্র ১১ মিনিট। বাকি সময়ের ছবিটা ছিল সংসদের ট্রেজারি বেঞ্চের দিকে। এ পাশাপাশি মনিপুর প্রসঙ্গ তুলে বলা হয়েছে সংসদে এই বিষয়ে আলোচনার কোনও সদিচ্ছা নেই কেন্দ্রীয় সরকারের। এ ক্ষেত্রে তারা আলোচনার ধারার উল্লেখ করে সরকারের এমন অবস্থানের জন্য দায়ী করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...