কলকাতা লিগে দুরন্ত জয় মোহনবাগানের, FCI-কে হারাল ৫-০ গোলে

এই জয়ের ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। এদিন বাগানের ম‍্যাচ দেখতে আসেন হেড কোচ জুয়ান ফেরান্দো এবং টিডি হাবাস।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্স মোহনবাগান সুপার জায়ান্ট-এর। জয়ের ধারা অব‍্যাহত বাস্তব রায়ের দলের। কলকাতা লিগে এদিনও দুরন্ত জয় পেল মোহনবাগান। এফসিআই-কে হারাল ৫-০ গোলে। বাগানের হয়ে পাঁচ গোল রাজ বাসফোর, ভিয়ান, নাওরেম, দীপেন্দু বিশ্বাস এবং টাইসনের। ম‍্যাচের সেরা অভিষেক সূর্যবংশি। এই জয়ের ফলে নিজেদের গ্রুপের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। সাত ম্যাচের শেষে তাদের পয়েন্ট ১৯। এদিন বাগানের ম‍্যাচ দেখতে আসেন হেড কোচ জুয়ান ফেরান্দো এবং টিডি হাবাস।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় সবুজ মেরুন। তবে নিজেদের পায়ে বল ধরে রেখে খেলে এফসিআই-ও। ম‍্যাচের ১২ মিনিটে মাথায় দারুণ একটা আক্রমণ করে মোহনবাগান। প্রায় প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েছিল বাগানের ফুটবলাররা। তবে সফল হতে পারেননি। তবে প্রথম গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগান ব্রিগেডকে। ম‍্যাচের ২৭ মিনিটে ১-০ এগিয়ে যায় বাস্তব রায়ের দল। বাগানের হয়ে গোলটি করেন রাজ বাসফর। এরপর ম‍্যাচের ৩৮ মিনিটে দারুণ সুযোগ চলে আসে কিয়ানের সামনে।ভিয়ানের বাড়ানো বলটি দারুণ জায়গায় পেয়েছিলেন কিয়ান। তবে সেই সুযোগ নষ্ট করেন কিয়ান নাসিরি। চারটি টাচে এফসিআই-এর কাছে পৌঁছে গিয়েছিল কিয়ান। এরপর দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ভিয়ানের গোলে ২-০ করে মোহনবাগান। টাইসন গতি বাড়িয়ে পাশ দেয় সেখান থেকে গোল করলেন ভিয়ান। প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে সবুজ মেরুন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে মোহনবাগান। কিয়ানকে বসিয়ে ফারদিন আলি মোল্লাকে মাঠে নামান বাস্তব রায়। চলে একর পর আক্রমণ। যার ফলে ম‍্যাচের ৫৭ মিনিটে ৩-০ এগিয়ে যায় বাগান ব্রিগেড। বাগানের হয়ে তৃতীয় গোলটি করেন নাওরেম। একটা ভুল পাশ খেলেন এফসিআই-এর ফুটবলাররা। মাঠের ডান দিক থেকে বল পান নাওরেম। এবং সেখান থেকে ফিনিশ করেন তিনি। এরপর একের পর এক আক্রমনে যায় সবুজ মেরুন। যার ফলে ম‍্যাচের ৮৪ মিনিটে ৪-০ এগিয়ে যায় মোহনবাগান। ব্যাক হেড দিয়ে গোল করেন দীপেন্দু। এরপর এফসিআই-এর দীপ বাগ দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন। ফলে ম্যাচের ৮৭ মিনিটে এফসিআই ১০ জনে হয়ে যায়। ম‍্যাচের অতিরিক্ত সময়ে বাগানের হয়ে ৫-০ করেন টাইসন।

আরও পড়ুন:ইডেনের সাজঘরে মেরামতির কাজ , সেখানেই লাগে আগুন : সূত্র

 

 

 

Previous articleরাহুলে ‘গরম’ স্মৃতিতে ‘নরম’: ‘হ.ত্যা’ শব্দে সংসদে ‘পক্ষপাত’ স্পিকারের!
Next articleকী কাণ্ড! ছোটবেলায় ছিল বেড়াল , বড় হতেই হয়ে গেল….