Thursday, August 28, 2025

নজরে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনকে পাখির চোখ করেই এবার ঘুঁটি সাজাতে শুরু করল বামেরা। দিন কয়েক আগেই দেশজুড়ে কর্মী-সমর্থকদের ডেকে এনে কিছুদিন আগেই ব্রিগেডে সমাবেশ করেছে এসইউসিআই (SUCI)। আর সেই সমাবেশ দেখেই এবার জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে। ব্রিগেডের সমাবেশ থেকে বামদের কড়া আক্রমণ করেছে এসইউসিআই-র শীর্ষ নেতৃত্ব। তারপরই নানা অছিলায় পাল্টা আক্রমণ এসইউসিআইকে আক্রমণ করা হয়েছে। এর মধ্যেই উৎসাহী বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক (Forward Block)।

গত ৫ অগাস্ট ব্রিগেডে সমাবেশ ছিল এসইউসিআইয়ের। আর তা দেখেই ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটি পরদিনই রাজ্য কমিটির বৈঠক বসে। এরপরই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ‘ঘরে ঘরে নেতাজি’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকেই কর্মসূচি শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। সবমিলিয়ে দলমত নির্বিশেষে ৫ লক্ষ পরিবারের কাছে যাওয়া হবে। পাশাপাশি পরিবার পিছু ১০ টাকা করে চাঁদা চাওয়া হবে। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। তবে এই কর্মসূচির সঙ্গে এসইউসিআই-র সমাবেশের কোনও সম্পর্ক নেই।

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপা‌ধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৫ লক্ষ পরিবারের কাছে পৌঁছব আমরা। মূলত নেতাজি সুভাষচন্দ্র বসুর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবনাকে সামনে রেখেই এই কর্মসূচি। আর এমন এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে যে, তারা এসইউসিআইকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে কিনা। তবে বিষয়টি নস্যাৎ করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

ফরওয়ার্ড ব্লকের একটি মহলের বক্তব্য , এই কর্মসূচির ক্ষেত্রে লোকসভা নির্বাচনের কথাও মাথায় রাখা হয়েছে। কোচবিহার, পুরুলিয়া আর বারাসত এই ৩ লোকসভা কেন্দ্র সিপিএম বরাবরই ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেয়। সে কথা মাথায় রেখেই প্রচারের একটা পর্ব শুরু করে দেওয়া হচ্ছে।

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version