Tuesday, August 26, 2025

বেসরকারি হাসপাতালে ঋণ প্রধানকারী সংস্থার অফিস বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

Date:

বেসরকারি হাসপাতালের(Private Hospital) মধ্যেই গড়ে উঠেছে ঋণদান সংস্থা। এই সংস্থার কাজ মূলত রোগী পরিবার চিকিৎসার খরচ মেটাতে না পারলে ঋণ নিয়ে টাকা মেটানোর পথ বাতলে দেওয়া। এর জেরেই ঋণের জালে জড়িয়ে পড়ছেন রোগীর বাড়ির লোকজন। বেসরকারি হাসপাতালের মধ্যে এই ধরণের কোনও ঋণ(Lone) প্রদানকারি সংস্থার অফিস রাখা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্য কমিশন(Helth Commission)। বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায়(Asim Kumar Banerjee)। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে বেসরকারি হাসপাতালে পুলিশ নজর রাখবে কোথাও কোনও ঋণ প্রদানকারী সংস্থার অফিস হাসপাতালে আছে কি না।

রাজ্যের স্বাস্থ্য কমিশন সূত্রে খবর, সম্প্রতি এমনই এক সংস্থার থেকে ঋণ নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে বাড়ি ফিরেছিল এক পরিবার। অভিযোগ টাকা মেটানোর পরেও রোগীর পরিবারকে হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিতে রাত দেড়টায় বাড়িতে যায় পুলিশ! গুরুতর এই অভিযোগ উঠেছে শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বুধবার সেই মামলার প্রথম শুনানি ছিল। সেখানেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্ত বেসরকারি হাসপাতালকে একদিনের মধ্যে ঋণ পাইয়ে দেওয়ার অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। বন্ধ না হলে দেওয়া হয়েছে গুরুতর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। এর পাশাপাশি বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কমিশনের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন চেয়ারপার্সন অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্দেশ দেওয়া হয় বেসরকারি হাসপাতালের মধ্যে এমন কোনও ঋণ দেওয়া সংস্থা থাকলে তাদের অফিস বন্ধ করে দেওয়ার জন্য। এছাড়াও অভিযুক্ত হাসপাতালকে অবিলম্বে রোগীর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টির মীমাংসা করতে বলা হয়েছে।

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version