Sunday, January 11, 2026

যাদবপুরে ছাত্রমৃ.ত্যুর জের! রাজ্যপালের ডাকে রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

Date:

Share post:

যাদবপুরে (Jadavpur) পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাজভবনে (Rajbhawan) যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা (Jadavpur University Professor)। এদিন র‍্যাগিং রুখতে যাদবপুরের অধ্যাপকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। এদিকে বৃহস্পতিবারই যাদবপুরের হস্টেলে যান রাজ্যপাল। ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন তিনি। পরে মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন রাজ্যপাল। শুক্রবার সকাল ১১টার মধ্যেই রাজভবনে পৌঁছে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। পরে রাজভবনের ভিতরে রাজ্যপাল অ্যান্টি র‍্যাগিং বৈঠক করছেন বলে সূত্রের খবর।

পাশাপাশি এদিন ঘটনার প্রকৃত কারণ জানতে রাজভবনে দুজন চিকিৎসককেও ডেকে পাঠান রাজ্যপাল। তাঁদের মধ্যে মনোরোগ চিকিৎসক শর্মিলা সরকার এবং মনোবিদ অনামিতা সেন উপস্থিত ছিলেন বলে রাজভবন সূত্রে খবর। তবে এদিন শুধু যাদবপুরই নয়, রাজভবনে একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে এদিন টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিন অব যাদবপুরও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুতে শুক্রবারই খুনের মামলা রুজু করা হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ। খুনের ধারার সঙ্গে সম্মিলিত অপরাধের ধারাও যোগ করা হয়েছে বলে খবর। পুলিশের ধারণা  এক নয়, মৃত্যুর পিছনে থাকতে পারে একাধিক যোগ থাকতে পারে। রাতভর হস্টেলের ১০-১২ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জানানো হয়েছে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যে ৭ অধ্যাপক, ১ চিকিৎসক, ৩ পড়ুয়া প্রতিনিধিকে নিয়ে ১১ সদস্যের তদন্ত কমিটিও গড়েছে বিশ্ববিদ্যালয়। হস্টেলের এক আবাসিকের বিরুদ্ধে তাঁর ছেলেকে উত্যক্ত করার অভিযোগ করেছেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা।

 

 

spot_img

Related articles

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...