Sunday, August 24, 2025

মা আসছে…! বাংলা জুড়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। কলকাতার বড় বড় ক্লাবগুলির প্রাক-পুজো তৎপরতা এখন তুঙ্গে। সেলিব্রিটিদের নিয়ে শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। গত এক দশকে কলকাতার পুজোর অন্যতম নাকতলা উদয়ন সঙ্ঘ। বিরাট বাজেটে অভিনব ভাবনা ও থিমের কারিকুরি দেখতে ফি-বছর নাকতলায় ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। মহালয়া থেকেই কার্যত শুরু হয়ে যায় পুজো। তবে নাকতলা উদয়নের সুর কেটেছিল গতবছর। যখন পুজোর প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হতে হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বছর পেরিয়ে এখনও তিনি বিচারাধীন বন্দি। কারও অজানা নয়, পার্থ চট্টোপাধ্যায় মানেই নাকতলা উদয়ন। আচমকা পার্থবাবুর গ্রেফতারে তাল কাটে নাকতলা উদয়নের। তবে সাময়িক ঝড় সামলে ফের মাথা তুলে দাঁড়িয়েছে দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় এই পুজোটি।

আরও পড়ুনঃ নাকতলা উদয়ন সংঘে তাণ্ডব বাইকবাহিনীর, মারধরে মাথা ফাটল ক্লাব সদস্যের

পার্থ নেই এবার অরূপকে অভিভাবক করে এগিয়ে যেতে চাইছে নাকতলা উদয়ন পুজো কমিটি। ‘নতুন সূর্যের এই ভোরে আমাদের মাঝে থাকবেন যিনি, তাঁকে আমরা বলি তুমি আমাদেরই লোক-অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী’। নাকতলা উদয়ন সঙ্ঘের দেওয়া এই পুজো আয়োজন বার্তা এখন রীতিমত আলোচনার শিরোনামে। অরূপ বিশ্বাসের হাত ধরে নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ কলকাতার বুকে অন্যতম শ্রেষ্ঠ পুজোর মর্যাদা পেয়ে আসছে। আলঙ্কারিক ভাবে শুধু পুজো কমিটির শীর্ষে থাকা নয়, সুরুচির পুজো নিজে হাতে তদারকি ও নিয়ন্ত্রণ করেন অরূপ বিশ্বাস। তাই অরূপের মতো নির্ভরযোগ্য ও ভরসার নামকে সামনে রেখে নিজের ঐতিহ্য ও গরিমাকে অক্ষুণ্ন রাখতে চায় নাকতলা উদয়ন।



পুজো কমিটির ফেসবুক পেজে লেখা হয়েছে, আমাদের পুজোয় আমরা। দূষণমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে নাকতলার উদয়নে থাকব আমরা এলাকাবাসীরা। ২৭ আগস্ট আরম্ভ আমাদের আগমনীর প্রচার। নাকতলা উদয়নের পুজো বরাবরই এলাকার গর্ব। এলাকাবাসীর হাত ধরে যে পুজোটা বছরভর হয়ে আসছে এবারে সেই পুজোরই প্রচারের ব্যানার তৈরি করছে এলাকাবাসীরাই। আমাদের পুজোয় আমরাই রং তুলি দিয়ে ভরিয়ে তুলবো ক্যানভাস। এই ক্যানভাসই শহরের মানুষের কাছে পৌছে দেবে আমাদের বার্তা । দূষনমুক্ত ভবিষ্যত গড়তে ফ্লেক্স এর বদলে ক্যানভাস ই আমাদের প্রচারের হাতিয়ার। আগামী ২৭ আগষ্ট ২০২৩ রবিবার মানবতার পুজোর এই পদক্ষেপে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। থাকবেন আমাদের পুজোর সভাপতি তথা ১০০ নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শ্রী প্রসেনজিৎ দাস । শিল্পী প্রদীপ দাস-এর তত্ত্বাবধানে এই উদ্যোগ নাকতলা বাসির । আপনারাও আসুন , নাকতলা বাসির পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ । ২৭ আগষ্ট ২০২৩ রবিবার সকাল ১১ টায় আরম্ভ আমাদের এই অভিনব পদক্ষেপ।”

পুজা কমিটির সভাপতি তথা ১০০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ দাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘নাকতলা উদয়ন সংঘ এলাকাবাসীর পুজো। আর এই পুজোয় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। এলাকার বিধায়ক তিনি, ফলে তিনি তো আমাদেরই লোক। টালিগঞ্জের সুরুচি সঙ্ঘের দেবী আবাহনের অন্যতম আয়োজক নিজের বিধানসভা ক্ষেত্রের অন্যান্য পুজো আয়োজনের ব্যস্ততার মধ্যে থাকলেও, তিনি নাকতলার পুজোয় আসবেনই। তবে, পুজো শুরুর প্রারম্ভিক লগ্নে নাকতলা উদয়ন সঙ্ঘের এই বার্তা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version