ফের নজির গড়লেন রোনাল্ডো, ইনস্টাগ্রামে রেকর্ড ফলোয়ার CR7-এর, টপকে গেলেন মেসিকে

প্রথম ব্যক্তি হিসাবে ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি ফলোয়ার অর্জন করলেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো বিশ্বের প্রথম ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬০ কোটিতে পৌঁছাল।

রেকর্ড গড়া এখন তাঁর কাছে যেন অভ‍্যাসে পরিণত হয়ে গিয়েছে। সে মাঠ হোক বা মাঠের বাইরে, একের পর এক নজির গড়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের ইতিহাস গড়লেন রোনাল্ডো। তবে এবার মাঠ নয়, মাঠের বাইরে। বলা ভালো সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন CR7। প্রথম ব্যক্তি হিসাবে ইনস্টাগ্রামে ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি ফলোয়ার অর্জন করলেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো বিশ্বের প্রথম ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬০ কোটিতে পৌঁছাল। এক্ষেত্রে রোনাল্ডো পিছনে ফেলে দিলেন লিওনেল মেসিকে। ২০২২ সালের নভেম্বরে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা ছিল ৫০০ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তৃতীয় স্থানে গায়িকা সেলেনা গোমেজ।

সোশ্যাল মিডিয়ার একটি সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২২ সালের মে মাস থেকে রোনাল্ডোর ফলোয়ারের সংখ্যা এক লাফে ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে। প্রসঙ্গত, ওই সময় থেকেই বেশ ক্লাব কেরিয়ার নিয়ে বেশ চর্চায় ছিলেন রোনাল্ডোর। প্রিয় ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। ক্লাব ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন সিআরসেভেন। যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।

এদিকে জানা যাচ্ছে, ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকা হলেন রোনাল্ডো। এই নিয়ে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচ কিউ জানিয়েছে, রোনাল্ডো ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকা। রোনাল্ডো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন। ওপর দিকে ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন বা ৪৮.২ কোটি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে থাকেন মেসি। সারা বিশ্বের তারকাদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনাল্ডো ও মেসি।

আরও পড়ুন:‘সমস‍্যা মিডল অর্ডারে, যুবরাজের পর চার নম্বরে দলকে কেউ ভরসা দিতে পারেনি’ : রোহিত