Friday, November 14, 2025

যাদবপুরের পড়ুয়ার রহস্য মৃ.ত্যুতে পুলিশের নজরে হোস্টেলের আরও ৪ বোর্ডার 

Date:

শান্ত স্বভাবের মেধাবী ছাত্রের মৃত্যুটা এখনও মেনে নিতে পারছে না পরিবার ও প্রিয়জনেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলে মৃত স্বপ্নদীপ কুণ্ডুর (Swapnadip Kundu) বাড়িতে কান্নার হাহাকারের মাঝেই একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, দোষীরা ছাড়া পেয়ে যাবেন না তো? বুধবার রাত সওয়া ১১টা নাগাদ মা-কে ফোন করেছিলেন স্বপ্নদীপ। কার্যত আর্তনাদ করে বলেছিলেন “মা তুমি এখনই এসো। আমাকে নিয়ে যাও। তোমাকে আমার অনেক কথা বলার আছে।” তিনি কী বলতে চেয়েছিলেন, সেটা আর জানা হল না মায়ের। তদন্ত নেমে সৌরভ চৌধুরী (Saurav Chowdhury) নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। মনোতোষ নামের আরও এক বোর্ডারকেও জিজ্ঞাসাবাদ চলছে। আর এখান থেকেই আরও ৪ প্রাক্তনীর দিকে নজর পুলিশের। মেন হোস্টেলের ডিনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

বৃহস্পতিবার সৌরভকে গ্রেফতার করার পর আজ তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই সৌরভের কথার মধ্যে একাধিক অসঙ্গতি মিলেছে। বুধবার রাতে স্বপ্নদীপের সঙ্গে চা খেতে বেরিয়েছিলেন সৌরভ। এরপর স্বপ্নদ্বীপ হোস্টেলে পৌঁছে চার প্রাক্তনীর সঙ্গে প্রায় তিন ঘন্টা সময় কাটান। ঠিক তার পরেই পড়ুয়া হোস্টেলের করিডোর থেকে ঝাঁপ দেন। তদন্তকারী অফিসাররা মনে করছেন এই তিন ঘণ্টার মধ্যেই এমন কিছু ঘটেছিল যে কারণে নিজেকে শেষ করে দিতে বাধ্য হন স্বপ্নদীপ। তাহলে কি সমকামিতার যে কথা বারবার উঠে আসছে সেই বিষয় নিয়েই মৃত পড়ুয়াকে টার্গেট করা হয়েছিল? স্বপ্নদীপের বাবা-মা, মামা-মামিরা কেউ মানতে রাজি নন যে, তিনি আত্মহত্যা করেছেন। রামপ্রসাদের দাবি, “আমার ছেলেকে ওরা মারাত্মক র‌্যাগিং করেছে। প্রচণ্ড অত্যাচার করেছে। সেটা যাতে জানাজানি না হয়, তার জন্যই ওকে খুন করা হয়েছে।” স্বপ্নদীপের মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম সৌরভের নাম উঠে আসে। যদিও চন্দ্রকোনার বাসিন্দা সৌরভ অত্যন্ত শান্ত স্বভাবের মেধাবী ছাত্র ছিলেন বলেই তার পরিবারের দাবি। অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে সৌরভ এমন ঘটনা সঙ্গে যুক্ত থাকতে পারেন।প্রশ্ন একটাই, এই অপমৃত্যুর পিছনে আসল কারণ কী? ঠিক কী ঘটেছিল সে দিন? উত্তর এখনও মেলেনি।

 

 

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version