Tuesday, August 26, 2025

মমতার প্রকল্পকে নকল! কন্যাশ্রীর সামনে ডাহা ফেল মোদির সাধের বেটি বাঁচাও, বেটি পড়াও

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যুগান্তকারী প্রকল্প কন্যাশ্রীকে (Kanyashree) নকল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে গিয়ে বিপাকে ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government)। কিছু সময় গড়াতেই স্পষ্ট, জননেত্রীকে টেক্কা দিতে  গায়ের জোরে লোক ঠকিয়েছে কেন্দ্র। তথ্য অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পে রাজ্য এখনও পর্যন্ত খরচ করেছে মোট ১৬ হাজার কোটি টাকা। আর সেখানে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে সারা দেশের জন্য মোদি সরকার খরচ করেছে মাত্র ১২৭০ কোটি টাকা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এরমধ্যে ৪০১ কোটি টাকাই খরচ করা হয়েছে বিজ্ঞাপনে (Advertisement)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পে গত ১০ বছরে উপকৃত হয়েছে বাংলার ৮১ লক্ষ ১৮ হাজার ৩৪৫ জন। সবচেয়ে বড় সাফল্য, এই সমাজকল্যাণ প্রকল্পের দৌলতে রাজ্যে স্কুলছুটের হার নেমে দাঁড়িয়েছে ২ শতাংশেরও নীচে। আগে মাধ্যমিকস্তরে স্কুলছুটের হার ছিল ১৬.২৩ শতাংশ। ১০ বছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১.৭৪ শতাংশে। উচ্চমাধ্যমিক স্তরে স্কুলছুটের হার ১৫.৪ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৭.০৮ শতাংশে। ২০১৩ সালে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে ‘কন্যাশ্রী’ প্রকল্প যখন চালু হয়েছিল তখন সামনে ছিল মূলত দু’টি লক্ষ্য, প্রথমত স্কুলছুটের প্রবণতা বন্ধ করা এবং দ্বিতীয়ত বাল্যবিবাহ রোধ করা। দু’টি ক্ষেত্রেই মিলেছে প্রত্যাশিত সাফল্য। নারী ক্ষমতায়ণের পথে অত্যন্ত তাৎপর্য ভূমিকা নিয়েছে এই প্রকল্প। আন্তর্জাতিক স্বীকৃতির দৌলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প আজ বিশ্বের বিস্ময়।

এদিকে আগামী সোমবার রাজ্যের উদ্যোগে কন্যাশ্রী দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পৌরহিত্য করবেন মুখ্যমন্ত্রী। প্রকাশ করবেন একটি তথ্যসমৃদ্ধ বইও। পুরস্কৃত করবেন কৃতী কন্যাশ্রীদের।

 

 

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version