Friday, November 7, 2025

ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি! স্টেশনে ২ ঘণ্টা দাঁড়িয়ে ট্রেন

Date:

এবার পাথর ছোড়া বা পশুকে ধাক্কা নয়। মাঝপথে যান্ত্রিক গোলযোগের জেরে দু’ঘণ্টা স্টেশনে দাঁড়িয়ে পড়ে মোদির স্বপ্নের সেমিস্পিড বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সাতসকালে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি গামী বন্দে ভারত এক্সপ্রেসে এই গোলযোগ দেখা দিয়েছে। এর জেরে ধূপগুড়ির পরের স্টেশন কলাই গ্রামে দীর্ঘক্ষণ আটকে রয়েছে ভারতীয় রেলের উচ্চগতিসম্পন্ন ট্রেনটি।স্বভাবতই ভোগান্তিতে যাত্রীরা।

আরও পড়ুনঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে ছোড়া হল পাথর

নির্দিষ্ট সময়েই নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু মাঝপথে আচমকাই যান্ত্রিক গোলযোগের কারণে কিছু দূরে গিয়েই থমকে যায় ট্রেনটি। জানা গেছে, মূলত ব্রেকিং সিস্টেমে সমস্যার জেরে কলাই গ্রাম রেলগেটের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। যান্ত্রিক গোলযোগ সারিয়ে ট্রেনটিকে যত দ্রুত সম্ভব গন্তব্যের উদ্দেশে রওনার ব্যবস্থা করছেন আধিকারিকরা।

রেলগেটের মাঝামাঝি জায়গায় গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই এলাকার বাসিন্দারা। ট্রেন দাঁড়িয়ে পড়ায় দীর্ঘক্ষণ ধরে বন্ধ রয়েছে রেলগেট। এর জেরেই সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে ওই এলাকায়।


৬:৫৬ মিনিটে বন্দে ভারত এনজিপি থেকে ধূপগুড়ি হয়ে গুয়াহাটি যাওয়ার কথা থাকলেও সকাল ৯টা পর্যন্ত কলাই গ্রাম এবং ধুপগুড়ি স্টেশনের মাঝে দাড়িয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস।এর জেরে সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস-,সহ একাধিক প্যাসেঞ্জার ট্রেন। সকাল ৯টা ১ মিনিট নাগাদ ধূপগুড়ির খোলাই গ্রাম স্টেশন থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। সেখানেই ট্রেনটিকে আবারও ভালো করে পরীক্ষা করা হবে। তারপরেই গুয়াহাটির উদ্দেশে রওনা দেবে বন্দে ভারত এক্সপ্রেস।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version