Monday, August 25, 2025

পিএসজি ছেড়ে সৌদির আল হিলালের পথে নেইমার !

Date:

Share post:

পিএসজি থেকে মন উঠে গেছে নেইমারের। এটি পুরনো খবর। পিএসজির নতুন কোচ হিসেবে লুইস এনরিকে যোগ দেয়ার পর অনেকেই ভেবেছিল সাবেক গুরুকে পেয়ে হয়ত সিদ্ধান্ত বদলাবেন এই ব্রাজিলিয়ান। কিন্তু গণমাধ্যমের খবর, বার্সেলোনার এই সাবেক কোচের পরিকল্পনায় নেই নেইমারের নাম। যার প্রমাণ মিলেছে লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচেই। সুস্থ থাকার পরও লরিয়েন্তের বিপক্ষে স্কোয়াডেই ছিলেন না নেইমার।
এরই মধ্যে ফ্যাব্রিজিও রোমানো শনিবার  বোমা ফাটান। তিনি জানান, আল হিলাল থেকে বিশাল অঙ্কের প্রস্তাব পেয়েছেন নেইমার। রোমানোর এই টুইটের প্রায় সঙ্গে সঙ্গেই ফ্রান্সের আরএমসি স্পোর্তের সাংবাদিক জানিয়েছেন, নেইমার সৌদি আরবের পরাশক্তি দলের সঙ্গে চুক্তি করা থেকে আর মাত্র এক ধাপ দূরে।
দলবদলের এই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নেইমারকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে আল হিলাল। আল হিলালে যোগ দেওয়ার বিষয়টি এখনও দর কষাকষির পর্যায়ে থাকলেও শিগগিরই ঐক্যমত্যে পৌঁছাতে পারে উভয়পক্ষ।
গুঞ্জন আছে নেইমারের বার্সেলোনায় ফেরা নিয়েও। ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনাতেই কাটিয়েছিলেন নেইমার। জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগাসহ ট্রেবল শিরোপা। সে সময় ব্যালন ডি’অরের লড়াইয়ে তৃতীয়ও হয়েছিলেন এই সাম্বাবয়। কিন্তু এরপর পিএসজিতে যোগ দিয়ে নিজের পায়ে কুড়াল মারেন তিনি। এখন ফের ফিরতে চান কাতালান ক্লাবটিতে।

তবে পিএসজি থেকে দলে ভেড়ানোর সামর্থ নেই বার্সেলোনার। তাই নাকি নেইমার সৌদি ক্লাবে যোগ দিলে সেখান থেকে ধারে তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আল হিলালের প্রস্তাবে নেইমারকে ধারে বার্সেলোনায় পাঠানোর কোনো সুযোগই নেই। এটাকে তিনি ‘নিছক কল্পনা’ বলে আখ্যায়িত করেন।তিনি জানান, বার্সেলোনা নেইমারকে দলে ভেড়াতে ইচ্ছুক হলেও আল হিলাল থেকে ধারে নেওয়ার বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।

 

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...