Saturday, November 1, 2025

লড়াইয়ের ময়দান ছাড়লেন জুকারবার্গ, মেটা কর্তাকে ‘মুরগি’ কটাক্ষ এলন মাস্কের

Date:

Share post:

ধনকুবের এলন মাস্কের(Elon Mask) সঙ্গে লড়াইয়ের ময়দান থেকে সরে আসার সিদ্ধান্ত নিলেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ(Mark Zuckerberg)। তিনি জানান, এই লড়াইয়ে নামতে তিনি নিজে যথেষ্ট আগ্রহী ছিলেন। কিন্তু টুইটার কর্তার গড়িমশিতেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। মাস্কের পরিবর্তে অন্য কারো সঙ্গে লড়াইয়ে নামার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। জুকারবার্গের মন্তব্য প্রকাশ্যে আসার পর তাঁকে মুরগি বলে কটাক্ষ করেছেন মাস্ক।

এলন মাস্কের সঙ্গে লড়াইয়ের নামার ঘোষণা করেছিলেন মার্ক জুকারবার্গ। দুই টেক কর্তার এই লড়াই উপভোগ করতে মুখিয়ে ছিল গোটা বিশ্ব। এমনকি এই দ্বৈরথ থেকে সংগৃহীত অর্থ সমাজকল্যাণের কাজে ব্যবহার করা হবে বলেও ঘোষণা করেন মাস্ক। যদিও শেষ পর্যন্ত এই লড়াই থেকে পিছু হটলেন জুকারবার্গ। এপ্রসঙ্গে তিনি জানান, এই লড়াইকে হালকাভাবে নিয়ে টালবাহানা করছেন মাস্ক। নয়া থ্রেডস প্ল্যাটফর্মে তিনি জানান, “এই লড়াইয়ের ময়দানে নামতে এলন যে একেবারেই আগ্রহী সেটা আমরা সকলেই জেনে গিয়েছি। লড়াইয়ের তারিখ চূড়ান্ত হয়ে গিয়েছিল। চ্যারিটির বিষয়টিও পাকা হয়। কিন্তু ওই তারিখে সম্মতি জানাননি মাস্ক। প্রথমে অস্ত্রোপচারের অজুহাত দেখিয়েছিলেন। তারপর আমারই বাড়িতে অনুশীলন করতে চান তিনি। মাস্ক যদি সত্যিই এই দ্বৈরথে নামতে চান তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তা না হলে লড়াইটা একেবারে বাতিল করে দিতে হবে। যারা খেলাধুলায় সত্যিই অংশ নিতে চান আমি তাঁদের সঙ্গে লড়াইয়ে নামব।”

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর পাল্টা জুকারবার্গকে কটাক্ষ করেন এলন মাস্কও। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “জুকারবার্গ একটা মুরগি।” যদিও মেটা কর্তার আনা অভিযোগগুলি নিয়ে কিছুই বলেননি তিনি। প্রসঙ্গত দিনকয়েক আগেই মাস্ক জানিয়েছিলেন, জুকারবার্গ বনাম মাস্ক ফাইটটি সরাসরি সম্প্রচারিত হবে ‘এক্স-এ’। এই লড়াই থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত হবে সামাজিক কাজের জন্য। মূলত প্রবীণ ব্যক্তিদের কাজে লাগবে এই অর্থ। যদিও সেই লড়াই হচ্ছে না বলেই জানা যাচ্ছে।

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...