Wednesday, August 27, 2025

ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে বাংলায় মমতাকে পাশে নিয়ে হাঁটতে চান রাহুল

Date:

জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে কাশ্মীরে শেষ হয়েছিল প্রথম পর্ব। লোকসভার আগে ফের শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এই কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর গান্ধীজির জন্মদিনে। এবং তা শুরু হবে গান্ধীজির জন্মস্থান গুজরাতের পোরবন্দর থেকে। এবার পথ পশ্চিম থেকে পূর্ব। পোরবন্দর থেকে অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড। গুজরাত থেকে শুরু করার অন্য একটি তাৎপর্য রয়েছে। একদিকে যেমন গান্ধীজির জন্মস্থান, অন্যদিকে মোদি-শাহের রাজ্য।

তবে রাহুল গান্ধী চাইছেন এবার ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুধু কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা মোদি বিরোধী মহাজোট “INDIA”র মধ্যে সঞ্চালন করতে। ফলে যাত্রার পশ্চিমবঙ্গ পর্বে রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও যাতে পা মেলান, সেই পরিকল্পনা চলছে বলেই কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর।

এর আগে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর—ভারত জোড়ো যাত্রায় রাহুলের রাজনৈতিক ভাবমূর্তি আরও পোক্ত করেছে বলেই মনে করে রাজনৈতিক মহল। ১৪৬ দিন ৪ হাজার ৮০ কিলোমিটার পদযাত্রায় নিজেকে যেমন নতুন করে খুঁজে পেয়েছেন রাহুল, একইভাবে বিজেপি বিরোধী অন্য দলের কাছেও গুরুত্ব আদায়ে সক্ষম হয়েছেন। রাজনৈতিক লাভ তুলেছেন হিমাচল প্রদেশ আর কর্ণাটক জিতে।

এবার কংগ্রেসের লক্ষ্য, ডিসেম্বরে ভোট হতে চলা পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে জয়। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। পোরবন্দর থেকে পরশুরাম কুণ্ড—প্রায় ৩ হাজার ৬০০ কিলোমিটার যাত্রাপথে গুজরাত লাগোয়া রাজস্থান এবং মধ্যপ্রদেশে তো রাহুল যাবেনই। ছত্তিশগড়কেও যুক্ত করার চেষ্টা চলছে। থাকবে ভোটমুখী মিজোরামও।

সামনে চব্বিশের ভোট। বিরোধীদের স্লোগান মোদি হটাও। তাই এবার পদযাত্রায় বেশি করে মোদি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ চাইছে কংগ্রেস। জানুয়ারিতে শেষ হবে পদযাত্রা। ততদিনে বেজে যাবে লোকসভা ভোটের ডঙ্কা। ফলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন:স্বাধীনতার ইতিহাসের সাক্ষী হুগলির ‘অরবিন্দ ভবন’, নস্টালজিয়ায় কোন্নগরবাসী!

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version