Sunday, November 16, 2025

ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্বে বাংলায় মমতাকে পাশে নিয়ে হাঁটতে চান রাহুল

Date:

জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে কাশ্মীরে শেষ হয়েছিল প্রথম পর্ব। লোকসভার আগে ফের শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এই কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর গান্ধীজির জন্মদিনে। এবং তা শুরু হবে গান্ধীজির জন্মস্থান গুজরাতের পোরবন্দর থেকে। এবার পথ পশ্চিম থেকে পূর্ব। পোরবন্দর থেকে অরুণাচল প্রদেশের পরশুরাম কুণ্ড। গুজরাত থেকে শুরু করার অন্য একটি তাৎপর্য রয়েছে। একদিকে যেমন গান্ধীজির জন্মস্থান, অন্যদিকে মোদি-শাহের রাজ্য।

তবে রাহুল গান্ধী চাইছেন এবার ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুধু কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা মোদি বিরোধী মহাজোট “INDIA”র মধ্যে সঞ্চালন করতে। ফলে যাত্রার পশ্চিমবঙ্গ পর্বে রাহুলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও যাতে পা মেলান, সেই পরিকল্পনা চলছে বলেই কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর।

এর আগে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর—ভারত জোড়ো যাত্রায় রাহুলের রাজনৈতিক ভাবমূর্তি আরও পোক্ত করেছে বলেই মনে করে রাজনৈতিক মহল। ১৪৬ দিন ৪ হাজার ৮০ কিলোমিটার পদযাত্রায় নিজেকে যেমন নতুন করে খুঁজে পেয়েছেন রাহুল, একইভাবে বিজেপি বিরোধী অন্য দলের কাছেও গুরুত্ব আদায়ে সক্ষম হয়েছেন। রাজনৈতিক লাভ তুলেছেন হিমাচল প্রদেশ আর কর্ণাটক জিতে।

এবার কংগ্রেসের লক্ষ্য, ডিসেম্বরে ভোট হতে চলা পাঁচ রাজ্যের মধ্যে তিনটিতে জয়। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। পোরবন্দর থেকে পরশুরাম কুণ্ড—প্রায় ৩ হাজার ৬০০ কিলোমিটার যাত্রাপথে গুজরাত লাগোয়া রাজস্থান এবং মধ্যপ্রদেশে তো রাহুল যাবেনই। ছত্তিশগড়কেও যুক্ত করার চেষ্টা চলছে। থাকবে ভোটমুখী মিজোরামও।

সামনে চব্বিশের ভোট। বিরোধীদের স্লোগান মোদি হটাও। তাই এবার পদযাত্রায় বেশি করে মোদি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণ চাইছে কংগ্রেস। জানুয়ারিতে শেষ হবে পদযাত্রা। ততদিনে বেজে যাবে লোকসভা ভোটের ডঙ্কা। ফলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন:স্বাধীনতার ইতিহাসের সাক্ষী হুগলির ‘অরবিন্দ ভবন’, নস্টালজিয়ায় কোন্নগরবাসী!

 

 

 

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version