উত্তরে দু.শ্চিন্তা বাড়িয়ে হৃষীকেশে বি.পদসীমা ছাড়ালো গঙ্গা , বন্যা নিয়ে উ.দ্বেগ!

গঙ্গার জলস্তর বাড়ছে, বিপর্যয় মোকাবিলা দফতর (Disaster management Team) জানিয়েছে, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর এবং দেবপ্রয়াগে চিন্তা বাড়িয়ে ক্রমশ জল বৃদ্ধি হচ্ছে অলকানন্দা এবং মন্দাকিনীর। হৃষীকেশে বি.পদসীমা ছাড়ালো গঙ্গা। এক কথায় টানা বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত উত্তরাখন্ড (Uttarakhand)। প্রাকৃতিক দুর্যোগের (Disaster) জেরে শুধু হিমাচলেই (Himachal Pradesh)৫১ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখন্ড (Uttarakhand) থেকেও মিলেছে মৃত্যুর খবর।

হাওয়া অফিসের তরফে হরিদ্বারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হরিদ্বার এবং হৃষীকেশে। এখানে গঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গঙ্গার জল বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার ফলে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং ইতিমধ্যেই মানুষ ঘর ছাড়া। গঙ্গার রুদ্র রূপের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও এর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। দেরাদুন, টিহরী, পৌড়ী, উধম সিংহ নগর, নৈনিতাল, চম্পাবতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন(IMD)। চামোলি জেলায় পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। অলকানন্দার শাখানদী পিন্ডার, নন্দকিনী এবং বিরহীও ফুলে ফেঁপে উঠেছে। ফলে চিন্তায় এলাকার অসংখ্য মানুষ।

 

Previous articleগেট টপকে ফের যাদবপুরের ক্যাম্পাসে বহিরাগত যুগলদের আনাগোনা! কাদের মদতে?
Next articleকলকাতা–হলদিয়া বন্দরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থানের সম্ভাবনা