Friday, August 22, 2025

যাদবপুরকাণ্ডে আসছে না ইউজিসির প্রতিনিধিদল ,কর্তৃপক্ষের রিপোর্টে সন্তুষ্ট

Date:

Share post:

যাদবপুরকাণ্ডে যথেষ্ট তৎপর পুলিশ। একের পর এক ছাত্রকে জেরা করে চলছে তদন্ত। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু কীভাবে সে রহস্য উন্মোচনে দিনরাত এক করছেন পুলিশ আধিকারিকরা। ‘ইন্ট্রো’-র ভিডিও থেকে শুরু করে মৃত ছাত্রের ডায়রি, অভিযুক্তদের মোবাইল খতিয়ে দেখে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর রহস্য উন্মোচনে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। সেইমতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিকে রিপোর্ট পাঠাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই আগামিকাল অর্থ্যাৎ বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছেন না ইউজিসির প্রতিনিধি দল। মঙ্গলবার এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি জানান, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট।

আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধু*ন্ধুমার! দুই ছাত্র সংগঠনের সং*ঘর্ষে আ*হত SFI নেতা হাসপাতালে
ছাত্রমৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, তা আগেই জানতে চেয়েছিল ইউজিসি। বুধবার তাদের প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল।তবে তার আগে রবিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় চার দিনে কী কী পদক্ষেপ করা হয়েছে।
মঙ্গলবার স্বাধীনতা দিবসে অনুষ্ঠান অন্যবারের মতো জাঁকজমকপূর্ণ ছিল না। অনুষ্ঠানে বেশকিছু কাটছাঁট করা হয়। এদিনের অনুষ্ঠানে আসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, সহ উপাচার্য অমিতাভ দত্তরা। অনুষ্ঠান শেষে রেজিস্ট্রার ও সহ উপাচার্য জানান যে, ইউজিসির প্রতিনিধি দল আসছে না।রেজিস্ট্রারের দাবি, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট হয়েছে।
গত ৯ অগস্ট যাদবপুরের মেন হস্টেলের এফ-২ ব্লকের তিনতলা থেকে নীচে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের। কীভাবে ওই পড়ুয়া নীচে পড়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উঠছে র‍্যাগিংয়ের অভিযোগও। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও তুলছেন কেউ কেউ। কেন এতবড় ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইউজিসির নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। সব খতিয়ে দেখতেই বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসির প্রতিনিধি দলের।

spot_img

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...