Friday, November 14, 2025

এবার UAE-তে রুপিতে বাণিজ্য, তেলের দাম মেটানো হল টাকায়

Date:

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্য শুরু করেছে নয়া দিল্লি(New Delhi)। এবার ডলার নির্ভরতা কমাতে আরও বড় পদক্ষেপ ভারতের। সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে অপরিশোধিত তেল কিনে দাম মেটানো হল ভারতীয় টাকায়(Indian Rupees)। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এমনটাই। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী থেকে ১০ লক্ষ ব‌্যারেল অপরিশোধিত তেল কেনার জন‌্য ভারতীয় মুদ্রায় দাম দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি ভারতীয় মুদ্রাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। তবে শুধু তেল নয় সোনা কেনার ক্ষেত্রেও লেনদেন শুরু হয়েছে টাকায়।

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কয়েক মাস আগে ইউরোপে পরিশোধিত জ্বালানি তেলের রফতানিতে ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করে। বিশ্বে এখন ভারতে তৈরি জিনিস রফতানি করা হচ্ছে। তবে এবার ভারতের রফতানির ভবিষ্যত নিয়ে আরও বেশি প্রত‌্যাশা করছে কেন্দ্র। সরকারের দাবি, বৈদেশিক বাণিজ্যে টাকার ব্যবহার ভারতের অর্থনীতিতে লাভজনক হবে। সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে অপরিশোধিত তেলের ব্যবসায় টাকার ব্যবহার উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীর ওক সোনা রফতানিকারক সংস্থা ভারতের এক ক্রেতাকে ২৫ কেজি সোনা বিক্রি করেছে। সেক্ষেত্রে ভারতীয় সংস্থাটি টাকায় তার দাম মিটিয়েছে। এই লেনদেনটি ১০ লক্ষ ৫৪ হাজার ডলার বা ১২ কোটি ৮৪ লক্ষ টাকার। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ‌্য নিষ্পত্তি করতে গত জুলাই মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময়, উভয় দেশ সহজ আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের সুবিধার জন‌্য একটি রিয়েল টাইম পেমেন্ট লিঙ্ক স্থাপন করতে সম্মত হয়েছিল। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২২-২৩ আর্থিক বছরে ছিল ৮৪৫০ কোটি ডলার। ভারত অন্যান্য দেশের সঙ্গেও ওই ধরনের স্থানীয় মুদ্রায় ব‌্যাবসায়িক নিষ্পত্তির ব্যবস্থা করতে আগ্রহী, কারণ এতে বিশ্ব বাণিজ্যের ধীরগতির মধ্যেও রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version