Sunday, August 24, 2025

চিকেনের বদলে ইঁদুরের মাংস! মুম্বইয়ের রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে মাথায় হাত যুবকের

Date:

দামি রেস্তোরাঁয় (Restaurant) খাবার খেতে গিয়ে এবার হুলস্থূল কাণ্ড। চিকেনের ডিশ অর্ডার দিলেও টেবিলে যে খাবার এসেছে তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ গ্রাহকের। এমনটা হবে তা হয়তো স্বপ্নেও আঁচ করতে পারেননি ওই যুবক। চিকেনের ডিশে (Chicken Dish) আশ্চর্যজনকভাবে মিলল ইঁদুরের মাংস (Rat Meat)। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনাকে কেন্দ্র করে চরম হইচই পড়ে যায় মুম্বইয়ে (Mumbai)। পরে বিষয়টি রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জানালেও লাভের লাভ কিছুই হয়নি। আর সেকারণেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয় ওই গ্রাহক। এমন বিষয় জানাজানি হতেই রেস্তোরাঁর ম্যানেজার, রাধুনি এবং ওয়েটারের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অনুরাগ সিং (Anurag Singh) নামের এক যুবক মুম্বইয়ের পালি হিলের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যুবক জানিয়েছেন, ঘটনার দিন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে খেতে যান তিনি। চিকেন এবং মাটন থালির পাশাপাশি পাউরুটির অর্ডার দেন অনুরাগ। পরে টেবিলে খাবার পৌঁছনো মাত্রই হকচকিয়ে যান অনুরাগ এবং তাঁর বন্ধুরা। কারণ চিকেন অর্ডার করলেও তা দেখে অন্যকিছুর মাংস বলে সন্দেহ হচ্ছিল। পরে ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় সেটি চিকেন নয়, আদতে ইঁদুরের মাংস। আর বিষয়টি সামনে আসতেই ক্ষেপে লাল হয়ে ওঠেন অনুরাগ সহ তাঁর বন্ধুরা।

 

পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এরপরই বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেন অনুরাগ। আর তার ভিত্তিতেই রেস্তোরাঁর ম্যানেজার, রাঁধুনি ও ওয়েটারের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version