Friday, November 14, 2025

দিকে দিকে জেলা পরিষদ গঠন তৃণমূলের, পূর্ব মেদিনীপুরে ধুয়ে-মুছে সাফ গেরুয়া

Date:

বাংলাজুড়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের বোর্ড গঠন সম্পন্ন হল। বুধবার ৯টি জেলা পরিষদের সভাধিপতি ও সভাধিপতিরা দায়িত্ব বুঝে সহ- নিলেন। সব জায়গায় উচ্ছ্বাস-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। সবুজ আবির খেলায় মাতেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরে (East Mednipur) ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি (BJP)। এখানে দীর্ঘদিনের পুরনো মুখ খেজুরির উত্তম বারিকের উপর ফের সভাধিপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল। সহ-সভাধিপতি হয়েছেন নন্দীগ্রামের সুহাসিনী কর। জেলা জুড়ে উচ্ছ্বাসে, আহ্লাদে ফেটে পড়ছেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। আগামী লোকসভা নির্বাচনেও পূর্ব মেদিনীপুরে জোড়াফুল ছাড়া আর অন্য কোনও ফুলের ঠাঁই হবে না। পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বুঝিয়ে দিয়েছে জেলা।

শুধু পূর্ব নয়, পশ্চিম মেদিনীপুর (West Mednipu) জেলাতেও তৃণমূলের জয়জয়কার। এবার জেলা পরিষদের বেশিরভাগ জায়গায় মহিলাদের সামনের সারিতে রেখেছেন তৃণমূল। অনেক নতুন মুখ এবার সভাধিপতির আসনে। জেলার রাজনীতিতে সামনের সারিতে নতুন মুখ এনে একদিকে যেমন সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চেয়েছেন। আবার একইসঙ্গে দলের অন্দরে এই বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে, সঠিকভাবে কাজ করলে দল তার যোগ্য কর্মীকে খুঁজে নেবে। এখন থেকে উন্নয়নই একমাত্র পাখির চোখ। সারা বছর মানুষের পাশে থেকে তাঁদের চাওয়া-পাওয়াকে অগ্রাধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বোর্ড জেলায় জেলায় বুঝিয়ে দেবে শুধু প্রতিশ্রুতি নয়, তৃণমূল কংগ্রেস কাজও করে। কথা দিয়ে কথা রাখে।

আরও পড়ুন- ভোটে হেরেই বাংলাকে ভাতে মারার চেষ্টা! একশো দিনের কাজে কেন্দ্রের আসল স্বরূপ প্রকাশ্যে আনল তৃণমূল  

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version