Tuesday, November 4, 2025

আন্তর্জাতিক মঞ্চে ‘তালি.বান ২.০’ মুখোশ খুলে দিলেন তরুণী, দিলেন লড়া.ইয়ের ডাক

Date:

Share post:

তালিবান আছে তালিবানেই। এই কথা অনেক দিনই প্রমাণিত আফগানিস্তানে। এবার সেই অন্ধকার শাসনের কথা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন এক আফগান তরুণী। শিক্ষার দাবিতে লড়াইয়ের বার্তা দিলেন তিনি। খুলে দিলেন তালিবানের মুখোশ।

২০২১-এর ১৫ অগাস্ট ভারত যখন স্বাধীনতার তিরঙ্গা উড়িয়েছে, তখন পরাধীনতার কালো আঁধার নেমে এসেছিল আফগানিস্তানে (Afghanistan)। দেশ দখল নিয়ে তালিবান (Taliban) জানিয়েছিল, পুরনো গোঁড়ামি দূরে সরিয়ে এখন তারা তালিবান ২.০। বলেছিল, নারী স্বাধীনতা, বাকস্বাধীনতার মতো বিষয়গুলিতে তারা এখন বিশ্বাস করে। কিন্তু সেই মিথ্যা প্রতিশ্রুতির বেলুন অচিরেই ফেটে যায়। বেরিয়ে পড়ে তালিবানের আগের চেহারা। বই ধরলেই মেয়েদের দিকে ধেয়ে আসছে গুলি। একের পর এক কঠোর সামাজিক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে মহিলাদের উপর। বেশকিছু প্রদেশে ১০ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকী, বাস-ট্যাক্সি চালকরা তালিবানের ভয়ে মহিলাদের উঠতে দিচ্ছেন না। স্থানীয় আফগান সংবাদ মাধ্যম সূত্রে খবর, তালিবান আমলে সংবাদমাধ্যম থেকে ৮০ শতাংশ মহিলা কাজ হারিয়েছেন।

বছর দুয়েক আগে যখন আফগানিস্তান দখল নেয় তালিবান, তখনই সেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া সোমায়া ফারুকি। বছর একুশের তরুণী এখন থাকেন আমেরিকায়। তিনি আফগান মহিলাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রসংঘের ‘এডুকেশন ক্যাননট ওয়েট’ ক্যাম্পেনের মুখ। আফগানিস্তান থেকে পালিয়ে আসা হাজার হাজার তরুণীর জন্য লড়াই চলাচ্ছে তাঁদের সংস্থা। এবার সেই লড়াইকে আন্তর্জাতিক মঞ্চে তীব্র করে তুলতে চাইছেন ফারুকি।

 

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...