Thursday, August 28, 2025

বিজ্ঞানের নয়া আবিষ্কার ‘রাক্ষস কণা’ (Demon Particle) সম্পর্কে আপনার কোনও ধারণা আছে? আজ থেকে ৭০ বছর আগে এই সম্পর্কিত একটা আন্দাজ বিজ্ঞানীদের মনে এলেও সাত দশক পরে তার সন্ধান মিলল।‘ঈশ্বরকণা’র (Higgs boson) অস্তিত্ব যেমন সত্যি ঠিক তেমনই ‘রাক্ষস কণা’ও (Demon Particle) রয়েছে।বিখ্যাত জার্নাল ‘নেচারে’ (Nature )এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ।

বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে ঈশ্বরকণা হচ্ছে হিগস বোসন (Higgs boson) নামক এক অব-পারমাণবিক (Subatomic) কণার ডাকনাম (nickname)। সাধারণ মানুষের ভাষায়, এই কণার ফলেই পদার্থ বিভিন্ন ধরনের ধর্ম পায়। এবার আসা যাক রাক্ষস কণার প্রসঙ্গে । বিখ্যাত পদার্থবিদ ডেভিড পাইন্স (David Pines) আজ থেকে প্রায় ৬ যুগ আগেই এই কণার উপস্থিতির কথা বলেছিলেন। এই কণা একধরনের অতিপরিবাহী কণা। অর্থাৎ এর মধ্যে একবার বিদ্যুৎ প্রবাহিত করলে রোধজনিত তাপক্ষয় না থাকায় তা নতুন উৎস ছাড়াই প্রবাহিত হতে থাকবে। এখন যে সব সুপরিবাহী (Superconductor) রয়েছে, সেগুলির ক্ষেত্রে এই ধর্ম বজায় রাখতে গেলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকতে হয়। কিন্তু এখানেই বড় চমক। ইলিয়নিস বিশ্ববিদ্যালয়ের (University of Illinois) গবেষকরা এমন এক কণা খুঁজে পেয়েছেন যার আসলে কোনও ভর নেই এবং তা নিউট্রাল ও স্বচ্ছ। ফলে যে কোনও তাপমাত্রাতেই এটি নিজস্ব ধর্ম বজায় রাখতে পারে। সাধারণত সুপার কন্ডাক্টর কণাকে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে এমআরআই (MRI) থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ম্যাগলেভ ট্রেনের মতো অত্যাধুনিক ট্রেনে ব্যবহার করা হয়। কিন্তু ‘রাক্ষস কণা’ প্রযুক্তির দুনিয়ায় কম্পিউটার সিস্টেমকে কার্যত এক নয়া বিপ্লবে পরিণত করতে সক্ষম,অনুমান বিজ্ঞানীদের।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version