Wednesday, November 12, 2025

INDIA জোটে উদ্বিগ্ন মোদি, লালুকে জেলে পাঠাতে সক্রিয় CBI

Date:

২৪-এর মহারণে মোদিকে গদিচ্যুত করতে INDIA জোট গঠন করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে জোটে ভাঙন ধরাতে তৎপর শাসকদল বিজেপি। ফলস্বরুপ, বিরোধী নেতৃত্বের বিরুদ্ধে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। যার জেরেই সিবিআই(CBI) স্ক্যানারে পড়লেন জোটের অন্যতম নেতা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব(Lalu Prasad yadav)।

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্ত লালু প্রসাদ যাদবের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের দাবি, লালুকে ফের জেলে পাঠাতে হবে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানি। প্রসঙ্গত, পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন লালুপ্রসাদ যাদব। যার জেরে ২০১৭ সালের ডিসেম্বর মাসে তাঁকে জেলে যেতে হয়। তারপর থেকে দীর্ঘদিন জেল খেটেছেন লালু। এরপর অসুস্থতার জন্য ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শেষে শারীরিক অসুস্থতার কারণেই লালুকে সম্প্রতি জামিন দেয় ঝাড়খণ্ড হাই কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।

তবে লালুর জামিনের বিরোধিতায় সিবিআইয়ের এভাবে সক্রিয় হয়ে ওঠার পিছনে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে বিরোধী শিবির। কারণ, কিছুটা সুস্থ হওয়ার পর সম্প্রতি INDIA জোটের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশ নিতে দেখা গিয়েছে লালু প্রসাদকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার তাঁর সুস্থতাকেই হাতিয়ার করে তৎপর সিবিআই।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version