Thursday, August 28, 2025

যাদবপুরে অচলাবস্থা জারি! হাইকোর্টে তৃণমূলের করা মামলায় সংযুক্ত রাজ্যপালও

Date:

বিশ্ববিদ্যালয় (Jadavpur University) প্রাঙ্গনে সিসিটিভি (CCTV) বসানো সহ কয়েক দফা দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা (Sudip Raha)। আর সেই মামলায় এবার বেনজির পদক্ষেপ। মামলায় পার্টি করা হল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (Governor CV Anand Bose)। পাশাপাশি মামলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। সুদীপের অভিযোগ, আচার্য হিসাবে রাজ্যপালই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী। তাছাড়া যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কেউ ছিলেন না। তাই মামলায় আচার্যকেও যুক্ত করার দাবি জানান তিনি।

পাশাপাশি জনস্বার্থ মামলায় ইউজিসির (UGC) নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় এবং হস্টেল চত্বরে অবিলম্বে সিসিটিভি বসানোর আবেদন জানানো হয়েছে। এমনকী মামলার দৃষ্টি আকর্ষণের সময়ও আচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পুলিশের অনুমতি না মেলায় শুক্রবার খুলে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিজেপির যুব মোর্চার মঞ্চ। বৃহস্পতিবার ওই ধর্না মঞ্চেই বিরোধী দলনেতা শুভেন্দুর ভাষণের পর গণ্ডগোল বেঁধে যায়। শুক্রবার সেখানেই যুব মোর্চার কর্মসূচি ছিল। তার আগেই মঞ্চ খোলার কাজ শুরু করে পুলিশ। এদিকে পুলিশ তাদের কর্মসূচির অনুমতি বাতিল করে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। এরই প্রতিবাদে ধর্না মঞ্চের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন যুব মোর্চার কর্মীরা।

 

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version