Sunday, August 24, 2025

সকাল থেকেই মুখভার আকাশের। দেখা মেলেনি সূর্যের। শুক্রেও বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত বেলা খানিকটা গড়াতেই বৃষ্টি শুরু হয় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বৃষ্টি হলেও আগামিকাল থেকে বৃষ্টি কমবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম।

আরও পড়ুনঃ অসুস্থ অনুব্রত মণ্ডল ভর্তি হাসপাতালে, কেঁদে ফেললেন সুকন্যা
হাওয়া অফিস জানিয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।যার অভিমূখ রয়েছে ওড়িশা উপকূলের দিকে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপের জেরে ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে আছড়ে পড়বে। তবে কেমন থাকবে সপ্তাহান্তের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version