Monday, January 12, 2026

রাজ্যসভার বিজেপি সাংসদদের বিরুদ্ধে ভুরিভুরি মা.মলা! তালিকার উপরের সারিতে উঠে এল নিশীথ-বার্লার নাম

Date:

Share post:

রাজ্যসভার বিজেপি সাংসদদের বিরুদ্ধে এবার বড় অভিযোগ সামনে এলো। শুক্রবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের (NEW) রিপোর্ট থেকে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্ট বলছে, সবচেয়ে বেশি ফৌজদারি মামলা রয়েছে বিজেপি সাংসদদের বিরুদ্ধে। এমনকী, রাজ্যসভার যে দুই সাংসদের বিরুদ্ধে খুনের মতো গুরুতর ফৌজদারি মামলা রয়েছে, তাঁরাও বিজেপিরই সাংসদ।

সবথেকে বেশি যে চারজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা প্রত্যেকেই বিজেপির সাংসদ। এই তালিকায় প্রথমেই রয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তার পরেই রয়েছেন রাজ্যের আরেক বিজেপি সাংসদ কোচবিহারের নিশীথ প্রামাণিক। খুনের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। রাজ্যসভার বর্তমান সংসদদের মধ্যে ১২ শতাংশই কোটিপতি। তালিকায় সর্বাগ্রে রয়েছেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার সাংসদরা। তেলেঙ্গানার সাত সংসদের মোট সম্পত্তির পরিমাণ ৫,৫৯৬ কোটি। অন্ধ্রপ্রদেশের ১১ সংসদের মোট সম্পত্তির পরিমাণ ৩,৮২৩ কোটি টাকা।

রাজ্যসভার সাংসদদের জমা দেওয়া হলফনামার উপর ভিত্তি করে ওই দুই সংস্থার তরফে যে রিপোর্ট তৈরি করা হয়েছে, তাতে রাজ্যসভার ২২৫ জন সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন বিজেপি সাংসদরাই। রাজ্যসভায় বিজেপির ৮৫ জন সাংসদের মধ্যে ২৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ১২ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি মামলাও।

উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ রাধামোহন দাস আগরওয়াল এবং মহারাষ্ট্রের শ্রীমন্ত ভোসলের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। আবার মহারাষ্ট্র থেকে বিজেপি সাংসদ ভি মুরলীধরণ, যিনি আবার কেন্দ্রীয় মন্ত্রীও এবং অনিল শুকদেওয়া বন্দের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো ফৌজদারি মামলা রয়েছে।

তবে এখানেই শেষ নয়, বিজেপির বাকি সাংসদদের বিরুদ্ধে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলা রয়েছে তাতে অপহরণ, জুলুম করে টাকা আদায়ের মতো অভিযোগ রয়েছে। আবার রাজ্যসভার যে চারজন সাংসদের বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে, তার মধ্যে রয়েছে রাজস্থান থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপালেরও নাম। রাজ্যসভায় কংগ্রেসের ৩০ জন সাংসদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের ১৩ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আবার বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র থেকে সর্বাধিক সংখ্যক রাজ্যসভা সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তার পরেই রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশ।

আরও পড়ুন- QR কোড স্ক্যান করলেই মিলবে আউটডোরের টিকিট! সরকারি হাসপাতালে নয়া সুবিধা

spot_img

Related articles

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...