Thursday, August 28, 2025

QR কোড স্ক্যান করলেই মিলবে আউটডোরের টিকিট! সরকারি হাসপাতালে নয়া সুবিধা

Date:

সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার একটি ব্যবস্থা চালু হয়েছিল । এ বার রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে ওই ব্যবস্থা চালু হচ্ছে বলে আদেশ নামায় জানানো হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে শুধুমাত্র কিউআর কোডযুক্ত টিকিটের জন্য একটি আলাদা টিকিট কাউন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় কিউআর কোড যুক্ত স্টিকার লাগানো থাকবে। সেটি স্মার্টফোনে স্ক্যান করলেই স্বাস্থ্য দপ্তরের পোর্টালের ই-প্রেসক্রিপশন সেকশনে ঢোকা যাবে।সেখানে রোগীর নাম-ধাম ও অন্য তথ্য ভরে আপলোড করতে হবে। তার পর সেটির প্রিন্ট-আউট নিতে হবে ওই পৃথক টিকিট কাউন্টার থেকে। সেখানেও ওই টিকিটে প্রতিটি রোগীর জন্যে আলাদা কিউআর কোড ছাপা হয়ে যাবে যা স্ক্যান করলে স্বাস্থ্য দপ্তরও ওই রোগীর বিস্তারিত তথ্য পেয়ে যাবে।

সরকারি হাসপাতালের আউটডোরে টিকিট কাটার জন্য ভিড় উপচে পড়ে ব্যস্ত সময়ে। প্রচুর সময় লাগে রোগীদের টিকিট কাটতে। ভিড় কমিয়ে এই প্রক্রিয়ায় গতি আনতে এই নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে।

আরও পড়ুন- বাবরি ধ্বংসের ‘নায়ক’ কল্যাণের জীবনী পড়ানো হবে যোগীরাজ্যের স্কুলে

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version