Wednesday, August 27, 2025

মধ্যপ্রদেশে ৮০০ গাড়ির কনভয় নিয়ে ‘পদ্ম’ ছেড়ে ‘হাত’ শিবিরে জ্যোতিরাদিত্য ঘনিষ্ঠ সমান্ধার

Date:

বিধানসভা নির্বাচনের(Assembly Election) দিন যত এগিয়ে আসছে মধ্যপ্রদেশে উদবেগ ততই বাড়ছে বিজেপির(BJP) অন্দরে। এবার পদ্ম ছেড়ে হাত ধরলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার(Jyotiraditya Scindia) ঘনিষ্ঠ দাপুটে নেতা সমান্ধার প্যাটেল(Samandar Patel)। ঘর ওয়াপসি অনুষ্ঠানে যোগ দিতে ৮০০ গাড়ির কনভয় নিয়ে নিমুচের জাওয়াড় থেকে ভোপালে কংগ্রেস(Congress) দফতরে উপস্থিত হলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী-সমর্থক। শনিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর থেকে সমান্ধার হাতে পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ।

গতবার মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী হতে না পেরে অনুগামীদের সঙ্গে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফলস্বরূপ পতন ঘটে কমলনাথ নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের। বিজেপি সরকার গঠন করার পর সিন্ধিয়াকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব। এদিকে চলতি বছরের শেষেই মধ্যপ্রদেশের বিধানসভা ভোট। তবে গোবলয়ের এই রাজ্যে রাজনৈতিক দিক থেকে বিজেপিকে টেক্কা দিয়ে উঠে এসেছে কংগ্রেস। এহেন পরিস্থিতিতে সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে নাম লেখানো নেতারা পুনরায় ফিরে আসছেন পুরানো দলে। সম্প্রতি বিজেপি ছেড়ে হাত শিবিরে ফিরে এসেছিলেন সিন্ধিয়া অনুগামী ব্যবসায়ী নেতা রাকেশ গুপ্তা, শিবপুরী জেলার দাপুটে নেতা বৈজনাথ যাদব। একের পর এক অনুগামী নেতা কংগ্রেসে ফিরে যাওয়ায় যথেষ্টই চাপে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এমনকি নিজের গোয়ালিয়র দুর্গ আদৌ রক্ষা করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান মাধবরাও পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Related articles

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...

গণেশ চতুর্থীতে বিষাদের ছায়া শিল্পা-রাজের বাড়িতে! মন খারাপ ‘ধড়কন’ অভিনেত্রীর 

আজ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi)। মায়ানগরীতে একদিন নয়, দশদিন ধরে ধুমধাম করে পালন করা হয় গণপতির আরাধনা (Ganesh...

শান্তনুর বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক, এবার রাজ্যকে খতিয়ে দেখতে বলল রাজভবন

বিদেশী মেডিক্যাল ডিগ্রি নিয়ে বিতর্ক। এবার রাজভবনের নজরে ডা শান্তনু সেন (Shantanu Sen)। অভিযোগ, চিকিৎসা করতে গিয়ে সত্যিই...

ভারতের অন্তত ৬ লক্ষ কোটির বাজারে ধাক্কা মার্কিন শুল্ক নীতির

বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর অন্তত ৫০ শতাংশ করে শুল্ক (tariff) লাগু করে দিয়েছে আমেরিকা। খুব সোজা কথায়...
Exit mobile version