Saturday, August 23, 2025

পুরসভায় BJP-র ‘বেআইনি’ সাংবাদিক বৈঠক! প্রতিবাদ করে আ.ক্রান্ত TMC কাউন্সিলররা, নয়া নির্দেশ মেয়রের

Date:

কলকাতা পুরসভায় (KMC) বসেই বেআইনি সাংবাদিক বৈঠকের অভিযোগ বিজেপির (BJP)। আর সেই সাংবাদিক বৈঠক থামিয়ে দেওয়ার চেষ্টা করতেই তৃণমূল কাউন্সিলরদের (TMC Councilor) উপর হামলা বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে তুমুল গোলমাল কলকাতা পুরসভায়। বিজেপি কাউন্সিলরের সিআরপিএফ রক্ষীর দ্বারা আক্রান্ত ২ তৃণমূল কাউন্সিলর। এর জেরে আগামী সোমবার থেকে কোনও ব্যক্তিগত রক্ষী বা বহিরাগত পুরসভার কাউন্সিলর ক্লাবের ভিতরে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (FIrhad Hakim)।

বিজেপি কাউন্সিলরের কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর জওয়ানরা তৃণমূল কাউন্সিলরের গায়ে হাত তোলে বলে অভিযোগ। সবমিলিয়ে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভা। ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূল কাউন্সিলররা। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের অভিযোগ, পুরসভার মতো সরকারি প্রতিষ্ঠানে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করতে পারেন না। কারণ, এটা কোনও রাজনৈতিক দলের অফিস নয়। আমরা সেকথা বলতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করেন বিজেপির নেতারা। অন্যদিকে, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর অভিযোগ, বিজেপির একাংশ নেতার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁদের ধাক্কাধাক্কি করেন। জোর করে জামা ছিঁড়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও অসীম বসুর।

শুক্রবার উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বেআইনি বাড়ির একাংশ ভেঙে দেয় পুরসভা। ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে পুরসভার মধ্যেই গায়ের জোরে বচসা থেকে হাতাহাতি শুরু করে বিজেপি কাউন্সিলররা। তবে এক তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, পুরসভার জায়গা দখল করে ওই নির্মাণ গড়া হয়েছিল। আইন মেনেই ভাঙা হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

 

 

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version