উইকএন্ডে মেঘ-রোদ্দুরের লুকোচুরি, সোমবার থেকে আবহাওয়ার বদল

সকাল থেকে কখনও মেঘ, কখনও আবার ঝলমলিয়ে রোদ্দুরের দেখা মিলছে আকাশে। বৃষ্টি কোথাও কোথাও হলেও তা খুবই সামান্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আরও পড়ুনঃ আসন্ন বিশ্বকাপের জন‍্য দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আলিপুর সূত্রে খবর,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।উল্টে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিতে গলদঘর্ম হতে হবে সাধারণ মানুষকে।তবে, মঙ্গলবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ২১ থেকে ২৬ অগস্ট ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা।তবে শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। উপরের এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Previous articleযাদবপুরকাণ্ডে পুলিশের নজরে আরও কয়েকজন, ধৃ*তদের তোলা হবে আদালতে
Next articleদীর্ঘ ১১ মাস পর দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন বুমরাহ?