চলছে ভারত-আয়ারল্যান্ড টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রত্যাবর্তন হয়েছে যশপ্রীত বুমরাহ-র। এই সিরিজে তরুণদের নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দীর্ঘ ১১ মাস পর চোট সারিয়ে ফের ভারতীয় দলে। আর নেমেই প্রথম ম্যাচে সাফল্য পেলেন বুমরাহ। ডিএলএস পদ্ধতিতে দুই রানে জয়ের পাশাপাশি ম্যাচে ২৪ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। আর এই জয়ে খুশি তারকা এই পেসার।

ম্যাচ শেষে এই নিয়ে বুমরাহ বলেন,”আমি চিন্তিত ছিলাম না, কিন্তু খুব খুশি হয়েছি ফিরে আসতে পেরে। যখন আপনি অধিনায়কত্ব করেন, তখন নিজের পারফরম্যান্স থেকেও দলের পারফরম্যান্স নিয়ে বেশি ভাবেন। ”

এরপর বুমরাহ আরও বলেন,” খুব ভালো লাগছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এতগুলি সেশন করার পর মনে হয়নি যে নতুন কিছু করছি। এর পুরো কৃতিত্ব দেব এনসিএ-কে। সেখানকার কর্মীদের, যারা আমার মন ভালো রেখেছিল। ওনারা নিজের জন্য ভাববেন না, ওনারা অন্যদের জন্য ভাববেন।”

আরও পড়ুন:আসন্ন বিশ্বকাপের জন্য দল বাছলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
