আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারত, ম‍্যাচ জিতে সিরিজ জয় লক্ষ‍্য বুমরাহদের

প্রায় এক বছর পর দেশের হয়ে খেলতে নেমেই বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরাহ। প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে আইরিশদের চাপে ফেলে দিয়েছিলেন তিনি।

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে জয় পায় জশপ্রীত বুমরাহ-র দল। তিন ম‍্যাচের সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম‍্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া ভারতীয় দল।আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-২০ ম্যাচ ওয়াকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২ রানে জিতেছে ভারত। রবিবার জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলবেন বুমরাহ অ্যান্ড কোং।

প্রায় এক বছর পর দেশের হয়ে খেলতে নেমেই বল হাতে আগুন ঝরিয়েছেন বুমরাহ। প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে আইরিশদের চাপে ফেলে দিয়েছিলেন তিনি। পাশাপাশি চমৎকার নেতৃত্বও দিয়েছেন দলকে। আরও একটা প্রাপ্তি প্রসিধ কৃষ্ণ। বুমরাহর নতুন বলের সঙ্গীও দীর্ঘদিন ধরে চোট সমস্যায় ভুগছিলেন। তবে দলে ফিরেই চেনা ছন্দে দেখিয়েছে প্রসিধকে। ফলে জাতীয় নির্বাচকদের হাতে জোরে বোলারের বিকল্প আরও বাড়ল। বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে।

এদিকে, রবিবারের ম্যাচে যাতে বৃষ্টি না হয়, সেই প্রার্থনা করছে গোটা ভারতীয় শিবির। প্রথম ম্যাচে বোলাররা নজরকাড়া পারফরম্যান্স করলেও, ভারতীয় ব্যাটাররা নিজেদের প্রমাণ করা সুযোগ সেভাবে পাননি। যশস্বী জয়সওয়াল (২৪) ও তিলক ভার্মা রান পাননি। ঋতুরাজ গায়কোয়াড ১৯ করে নট আউট ছিলেন। সঞ্জু স্যামসন নট আউট ছিলেন ১ রানে। ফলে দ্বিতীয় ম্যাচে দল নিয়ে পরীক্ষার পথে হাঁটতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। আবহাওয়া ভাল থাকলে, টস জিতে প্রথমে ব্যাটিং করার পরিকল্পনা রয়েছে। যাতে ব্যাটিং-শক্তি পরখ করে নেওয়া যায়।

আরও পড়ুন:মেসির জাদুতে প্রথমবার লিগস কাপ চ‍্যাম্পিয়ন ইন্টার মায়ামি

 

 

 

Previous articleমুখ থুবড়ে পড়ল উন্নয়নের ‘গুজরাট মডেল’, নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী অপুষ্টির শিকার ৩৮.০৯%
Next articleবিহারে প্রাতঃভ্রমণে বেরিয়ে খু*ন শিক্ষক, উদ্বিগ্ন প্রশাসন