Friday, November 14, 2025

ফের উত্ত.প্ত পুলওয়ামা, চলছে সেনা-জ.ঙ্গির গু.লির লড়াই

Date:

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় চলছে জঙ্গীর সঙ্গে সেনার গুলির লড়াই। কাশ্মীর জোনের পুলিশ জানিয়েছে, পুলওয়ামার লারো ও পারিগাম এলাকায় এই সংঘর্ষ চলছে। তবে শেষ পাওয়া খবরে হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃবাংলায় যথেচ্ছ বহুতল নির্মাণ রুখতে কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা যে ফের শুরু হয়েছে তা সেনা সূত্রে আগেই জানা গিয়েছিল। কাশ্মীর জোনের পুলিশ সূত্রে খবর, পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের ঘাঁটি গাড়ার ব্যাপারে তাদের কাছে আগাম খবর ছিল। রবিবার পরিকল্পনা মাফিক সেখানে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তার পর থেকেই শুরু হয়েছে গুলির লড়াই।
কাশ্মীর জোন পুলিশ ‘এক্স’(টুইটার)-এ লিখেছে, “পুলওয়ামার লারো-পারিগাম এলাকায় গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ এবং নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।”
প্রসঙ্গত, দু’সপ্তাহ আগে কাশ্মীরের রাজৌরি জেলায় এক সন্ত্রাসবাদীকে গুলি করে মারে নিরাপত্তাবাহিনী। রাজৌরিতে ও জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যাপারে সেনা গোয়েন্দার কাছে আগাম তথ্য ছিল। তার পর ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশ ৫ অগস্ট যৌথ অভিযান চালায়।
রাজৌরিতে ওই অপারেশনের একদিন আগে কুলগামে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার তিন জওয়ান। জঙ্গি অনুপ্রবেশ রুখতে উপত্যকা জুড়ে চিরুনি তল্লাশিতে তার আগেই নেমে পড়েছিল সেনাবাহিনী। কুলগামের হালানের জঙ্গলেও তল্লাশি শুরু হয়। সেনার কাছে খবর ছিল, দক্ষিণ কাশ্মীরেও সন্ত্রাসবাদীরা ঘাঁটি গেড়ে রয়েছে।
এই তল্লাশি চালাতে গিয়েই সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল। সেই গুলিতেই নিহত হন তিন জওয়ান।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version