Thursday, July 3, 2025

“পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নয়া দিন নির্ধারণ, প্রস্তাব আসছে বিধানসভায়

Date:

Share post:

২০ জুন নয়, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় রাজ্য সরকার (State Government)। সোমবার, বিধানসভায় (Assembly) প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ সুগত বসুর নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ সংক্রান্ত কমিটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব আনা হতে পারে বলে সূত্রের খবর। সুগত বসু বলেন, তাঁরা সরকারের কাছে নিজেদের প্রস্তাব জমা দিয়েছেন। সরকারই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

গত ২০ জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেছিল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠা দিবস কবে হবে, সেই নিয়ে বিধানসভায় একটি কমিটি তৈরি হয়। কমিটির উপদেষ্টা হয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু। সদস্য ছিলেন ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা। অধ্যক্ষের ঘরে বৈঠকের পর পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে খবর। এই নিয়ে এবার বিধানসভায় প্রস্তাব আনা হতে পারে।

১৯৪৭ সালের ২০ জুন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গৃহীত হয়। দু’টুকরো হয়ে যায় বাংলা। ১৯৪৭-এর ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করে ভারত। কিন্তু সেই স্বাধীনতা অর্জিত হয় পঞ্জাব এবং বাংলা বিভাজনের মাধ্যমে। আজও সেই যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে রয়েছে এই ২০ জুন তারিখের সঙ্গে। সেই কারণেই এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার। কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করেই এই বিষয়ে একতরফা সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র এবার পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের পথে এগোচ্ছে রাজ্য।

 

 

 

 

 

spot_img

Related articles

অস্কারের কোচিংয়েই ডুরান্ডে নামবে ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোঁর (Oscar Bruzon) কোচিংয়েই ডুরান্ড কাপের (Durand Cup) মঞ্চে নামবে ইস্টবেঙ্গল (Eastbengal)। বিদেশি ফুটবলারদের নামার খুব একটা...

কসবাকাণ্ডে কেস ডায়েরি তলব, কলেজকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের, পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারের কাছ থেকে কেস ডায়েরি তলব করল...

৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল রাজ্যের সরকারি কলেজের পরিচালন সমিতির মেয়াদ 

রাজ্যের সব সরকার পোষিত কলেজে (Govt College)পরিচালন সমিতির মেয়াদ বাড়ল ৬ মাস পর্যন্ত। উচ্চশিক্ষা দফতরের (Department of Higher...

যুগলের রক্তাক্ত দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বৈদ্যবাটিতে!

ভোররাতে রক্তাক্ত জোড়া দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির (Hooghli) বৈদ্যবাটিতে। বৃহস্পতিবার ভোর রাতে বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর...