Sunday, May 18, 2025

জাতীয় পতাকার অবমাননা, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Date:

‘জাতীয় পতাকার অবমাননা করে কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারে না’ জাতীয় পতাকার অবমাননার মামলায় মঙ্গলবার মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম৷ এর আগে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে৷ সেই মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ অগাস্ট পতাকা উত্তোলনের সময় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে কিছু দুষ্কৃতী পতাকার অবমাননা করে৷ পাথর ছোড়ে বলে অভিযোগ।এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘তাঁরা জেলে তিন বেলা খাবার পাবেন, তার পর à§« হাজার টাকার বন্ডে জামিন পেয়ে স্বাধীনতা সংগ্রামীর মতো ঘুরবেন এটা হয় না। জাতীয় পতাকার অবমাননা গ্রহণযোগ্য নয়।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করে জানুক কেন এই ঘটনা ঘটেছে।’

অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে কোনও মামলা রয়েছে কিনা, তাঁদের কোনও অপরাধের ইতিহাস রয়েছে কিনা, এ সবও এদিন জানতে চান প্রধান বিচারপতি? এই মুহূর্তে অভিযুক্তরা কোন জেলে রয়েছেন, সে কথাও জানতে চান তিনি। জবাবে রাজ্য জানিয়েছে, তাঁরা চুঁচুড়া জেলে বন্দি। শুনে প্রধান বিচারপতি বলেন, ‘চুঁচুড়া খুব আরামদায়ক জায়গা। এঁদের মুর্শিদাবাদ বা মালদায় পাঠিয়ে দেব।’ সঙ্গে নির্দেশ, ‘সত্যি খুঁজে বের করুন’।

 

 

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version