Tuesday, August 26, 2025

জাতীয় পতাকার অবমাননা, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট চাইলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Date:

‘জাতীয় পতাকার অবমাননা করে কেউ নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারে না’ জাতীয় পতাকার অবমাননার মামলায় মঙ্গলবার মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞনম৷ এর আগে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে৷ সেই মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ অগাস্ট পতাকা উত্তোলনের সময় বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাইস্কুলে কিছু দুষ্কৃতী পতাকার অবমাননা করে৷ পাথর ছোড়ে বলে অভিযোগ।এই ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় পতাকার অবমাননার অভিযোগে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘তাঁরা জেলে তিন বেলা খাবার পাবেন, তার পর ৫ হাজার টাকার বন্ডে জামিন পেয়ে স্বাধীনতা সংগ্রামীর মতো ঘুরবেন এটা হয় না। জাতীয় পতাকার অবমাননা গ্রহণযোগ্য নয়।’ এরই পাশাপাশি তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করে জানুক কেন এই ঘটনা ঘটেছে।’

অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে কোনও মামলা রয়েছে কিনা, তাঁদের কোনও অপরাধের ইতিহাস রয়েছে কিনা, এ সবও এদিন জানতে চান প্রধান বিচারপতি? এই মুহূর্তে অভিযুক্তরা কোন জেলে রয়েছেন, সে কথাও জানতে চান তিনি। জবাবে রাজ্য জানিয়েছে, তাঁরা চুঁচুড়া জেলে বন্দি। শুনে প্রধান বিচারপতি বলেন, ‘চুঁচুড়া খুব আরামদায়ক জায়গা। এঁদের মুর্শিদাবাদ বা মালদায় পাঠিয়ে দেব।’ সঙ্গে নির্দেশ, ‘সত্যি খুঁজে বের করুন’।

 

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version