Thursday, August 28, 2025

যাদবপুর ছাত্রমৃ.ত্যুর জের: রাজ্যজুড়ে অ্যান্টি ব়্যা*গিং হেল্প লাইন চালু করলেন মুখ্যমন্ত্রী

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্রের রহস্যমৃত্যুর জের। রাজ্যজুড়ে চালু হল অ্যান্টি ব়্যাগিং (Anti-Ragging) হেল্প লাইন। মঙ্গলবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে (NIS) পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের শুরুতে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লালবাজারের এই হেল্প লাইনের (Help Line) চালু করেন।

হেল্প লাইনের নম্বর হল 1800 3455678

মুখ্যমন্ত্রী বলেন, “যাদবপুরের ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে। এইধরনের কোনও ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না। শুধু যাদবপুর নয়, মুখ্যমন্ত্রী জানান, অনেক জায়গাতেই এই ব়্যাগিং হয়। তিনি বলেন, “কোথাও এই ঘটনা ঘটলে লালবাজারের হেল্প লাইনে ফোন করে জানান। আপনার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।“

কোথাও কেউ ব়্যাগিং করলে একটা ফোন করবেন- বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, এইসব ঘটনা আগে হত। মাঝখানে বন্ধ ছিল। আবার শুরু হয়েছে। মমতা মতে, শুধু ১০০ শতাংশ নম্বর পেলেই হবে না, ভালো মানুষ হতে হবে। কত স্বপ্ন নিয়ে বাবা-মা পড়তে পাঠান, তাঁদের এই পরিণতি মানা যায় না। অন্ধ্রপ্রদেশে বাংলার একটি মেয়ের মৃত্যু হয়েছে। প্রয়োজনে যেখানে সিআইডি গিয়ে তদন্ত করবে জানালেন মুখ্যমন্ত্রী। এই ধরনের ঘটনা কোথাও বরদাস্ত করা হবে না।স্পষ্ট বার্তা দেন তিনি।

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানান, সারারাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে পুলিশে। অভিযোগ নিয়ে জেলাস্তরের অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে পাঠানো হবে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্যবস্থা নেবে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version