Wednesday, January 21, 2026

বৃষ্টি বিধ্বস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! কমলা সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Date:

Share post:

আবহাওয়া দফতরের তরফে এদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এই অরেঞ্জ অ্যালার্ট গত মাস দুয়েকে বারে বারে দেখেছে ওই দুই রাজ্যবাসী। দেখেছে প্রকৃতির ধ্বংসলীলা ও প্রাণহানি। এই বছর বর্ষা শুরুর পর থেকে উত্তরাখণ্ডে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং হিমাচল প্রদেশের মারা গিয়েছেন ৩৩৮ জন।

বর্ষায় দুই পাহাড়ি রাজ্যের পরস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। আবারও উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করল মৌসম ভবন। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ২২ থেকে ২৪ অগাস্ট পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে।

সোমবার উত্তরাখণ্ডের তেহরি জেলার চম্বা এলাকায় ধস নেমে মৃত্যু হয় ৪ জনের, তার মধ্যে ছিল দুই মহিলা, চার মাসের এক শিশুও। আরও একজন ধ্বংসস্তূপে চাপা পড়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এবার আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে হড়পা বান এবং ধস নামার আশঙ্কা করা হচ্ছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, “১০হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। রাস্তাঘাট ঠিক করা, জল প্রকল্পগুলি নতুন করে শুরু করা- এ যেন এক পাহাড়সমান চ্যালেঞ্জ। সমস্ত মেরামত করতে এক বছর সময় লাগবে।“

এদিকে সিমলার আবহাওয়া দফতরের অধিকর্তা সুরেন্দ্র পাল এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “চলতি বছর জুলাইয়ে হিমাচল প্রদেশে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা গত ৫০ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।“ অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের জেরে ২২ অগাস্ট অর্থাৎ আজ উত্তরাখণ্ডের তেহরি জেলার ভিলাঙ্গানা, চম্বা, নরেন্দ্র নগর, জৌনপুরে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে দেরাদুন, পৌড়ী, নৈনিতাল, চম্পাওয়াত, বাগেশ্বরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

spot_img

Related articles

পাশে অভিষেক: নন্দীগ্রামে SIR হেয়ারিংয়ে অসুস্থ বয়স্কদের শুশ্রুষায় ‘সেবাশ্রয়’

SIR শুনানিকে কেন্দ্র করে বয়স্কদের হয়রানির অভিযোগ ক্রমেই বাড়ছে। কেন্দ্রের ইশারায় নির্বাচন কমিশন (Election Commission) অপরিকল্পিতভাবে শুনানি প্রক্রিয়া...

জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর

আরও এক পালক যুক্ত হল রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল...

DGP নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামের প্রস্তাব UPSC-কে পাঠাতে হবে: রাজ্যকে নির্দেশ CAT-এর

রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার...

ফের রাজ্যে SIR আতঙ্কে একের পর এক মৃত্যু

ফের SIR শুনানির আতঙ্কে রাজ্যে একই দিনে একের পর এক মৃত্যুর অভিযোগ (SIR DEATHS)! উত্তর ২৪ পরগনার বসিরহাট...