Saturday, August 23, 2025

ভালোবাসার (Love Relation) মাশুল জীবন দিয়ে দিতে হল এক কলেজ পড়ুয়াকে (College Student)। পুলিশ সূত্রে খবর, তৃতীয় বর্ষের ওই পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ প্রেমিকা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। মালদহের (Maldah) বৈষ্ণবনগর থানার অন্তর্গত রামেশ্বরপুর এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, মৃত ওই কলেজ পড়ুয়ার নাম চিরঞ্জিত মণ্ডল (২৪)। মালদহের বৈষ্ণবনগর থানার মহেশ্বরপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, চিরঞ্জিত মালদহ সাউথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। সূত্রের খবর, চারবছর ধরে চিরঞ্জিতের সঙ্গে সুজাপুর বাজারপাড়া এলাকার রূপালী মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, প্রেমিকাই মঙ্গলবার রাতে চিরঞ্জিতকে ফোন করে ডেকে পাঠায়। অভিযোগ, সেখানে যেতেই প্রেমিকা ও পরিবারের সদস্যরা ওই পড়ুয়াকে বেধড়ক মারধর করে। পাশাপাশি যুবককে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যায় চিরঞ্জিত। পরে পরিস্থিতি বেগতিক বুঝে বন্ধুদের বিষয়টি জানায়। বন্ধুরাই চিরঞ্জিতকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পরে অবস্থার আরও অবনতি হলে মালদহের একটি বেসরকারি হাসপাতালে রাতেই যুবককে স্থানান্তরিত করা হয়। এরপরও অবস্থার এতটুকু উন্নতি হয়নি। চিরঞ্জিতের অবস্থার আরও অবনতি হলে বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিরঞ্জিতকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের দাদার অভিযোগ, ভাইয়ের চার বছর ধরে সুজাপুর বাজারের বাসিন্দা এক যুবতীর সম্পর্ক ছিল। সেই ভালোবাসার টানেই মঙ্গলবার রাত দশটা নাগাদ ভাইকে ফোন করে ডাকে প্রেমিকা। এরপর গভীর রাতে খবর পাই, ভাই হাসপাতালে ভর্তি। মৃতের পরিবারের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।

 

 

 

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version