Saturday, August 23, 2025

মিজোরামে নির্মীয়মাণ সেতু ভেঙে মালদহের ২৭ শ্রমিকের মৃ.ত্যু, বাড়তে পারে সংখ্যা

Date:

মিজোরামে (Mizoram) নির্মীয়মাণ রেলসেতু (Rail Bridge) ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। আর মৃতদের মধ্যে সবাই পশ্চিমবঙ্গের মালদহের (Maldah) বাসিন্দা বলে খবর। এদিকে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ২৭ জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন রতুয়ার ২ নম্বর ব্লকের ১৭ জন, ইংরেজবাজার ব্লকের ৬ জন, গাজোল ব্লকের ৩ জন, কালিয়াচকের ২ নম্বর ব্লকের একজন।

বুধবার সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭টি দেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা গিয়েছে। ভিতরে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মালদহের রতুয়া থেকে অন্তত ৩৫ জন শ্রমিক কাজ করতে মিজোরামে গিয়েছিলেন। সকলেই রেলসেতু নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন নির্মীয়মাণ সেতু-বিপর্যয়ে জেরে সেই শ্রমিকদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। যদিও ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে ২৭ জন শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুরো বিষয়টি নবান্ন থেকে নজর রাখা হচ্ছে বলে খবর।

পাশাপাশি এদিন মিজোরামে ব্রিজ বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে বেশ কয়েক জন সেখানে কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য তিনি ইতিমধ্যে মুখ্যসচিবকে নির্দেশের পাশাপাশি মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version